ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হাসনাত

২০২৫ ডিসেম্বর ১৫ ১৮:৪৪:২৮
ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে একটি ফিলিস্তিন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে—এমন বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, ভারতের নেপথ্য তৎপরতায় বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর শহীদ মিনার প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ভবিষ্যৎ বাংলাদেশে যদি আবার ওসমান হাদির মতো নেতাদের ওপর হামলার চেষ্টা করা হয়, তাহলে তা শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না—বিদ্রোহের আগুন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।

ভারতের উদ্দেশে কঠোর ভাষায় তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়েও বাংলাদেশকে শকুনদের হাত থেকে রক্ষায় আন্দোলন করতে হচ্ছে। আবারও তারা বাংলাদেশের মানচিত্রে থাবা বসাতে চাইছে। বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারতের ‘সেভেন সিস্টার্স’ অঞ্চল আলাদা হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে অভিযোগ করেন, বাংলাদেশকে পরিকল্পিতভাবে একটি ফিলিস্তিন রাষ্ট্রে রূপান্তরের চেষ্টা চলছে।

নির্বাচন কমিশনের সমালোচনায় হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান ইলেকশন কমিশন কার্যত মেরুদণ্ডহীন। দেশ যোগ্য নির্বাচন কমিশনারশূন্য নয়, কিন্তু সঠিক ব্যক্তিদের দায়িত্বে আনা হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর একটি নির্দিষ্ট রাজনৈতিক ধারার শিক্ষকদেরও কঠোর ভাষায় সমালোচনা করে তিনি বলেন, নীল দলের পা-চাটা শিক্ষকদের চিহ্নিত করে বের করে দিতে হবে। মঞ্চে এক কথা বলে গোপনে সমঝোতার রাজনীতি করলে জাতীয় ঐক্য গড়ে ওঠে না বলেও তিনি মন্তব্য করেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে