ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হজ মৌসুমে শিশুদের নিরাপত্তায় নতুন উদ্যোগ নিল সৌদি

২০২৫ ডিসেম্বর ১৫ ১৩:১৭:০৩
হজ মৌসুমে শিশুদের নিরাপত্তায় নতুন উদ্যোগ নিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: ওমরাহ ও হজের ব্যস্ত মৌসুমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। মক্কার পবিত্র মসজিদুল হারামে আগত শিশুদের জন্য চালু করা হয়েছে বিশেষ পরিচয় ব্রেসলেট, যাতে অভিভাবকদের যোগাযোগের তথ্য সংরক্ষিত থাকে।

সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর জেনারেল অথরিটি জানিয়েছে, মসজিদে প্রবেশের সময় প্রতিটি শিশুকে এই ব্রেসলেট পরিয়ে দেওয়া হবে। যদি কোনো শিশু ভিড়ের মধ্যে হারিয়ে যায় বা দূরে সরে যায়, তা দ্রুত শনাক্ত করা যাবে এবং শিশুকে অভিভাবকের কাছে ফেরত পাঠানো সম্ভব হবে।

ব্রেসলেটে শিশুর অভিভাবকের ফোন নম্বরসহ প্রয়োজনীয় যোগাযোগ তথ্য সংরক্ষিত থাকে। কর্তৃপক্ষের মতে, এটি একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার অংশ, যার উদ্দেশ্য দর্শনার্থীদের নিরাপত্তা বৃদ্ধি করা এবং জরুরি পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কার্যকর সহায়তা দেওয়া।

এই পরিচয় ব্রেসলেট মসজিদুল হারামের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে কিং আবদুল আজিজ গেট, কিং ফাহদ গেট এবং ৭৯ নম্বর গেটে নিয়োজিত কর্মীরা অভিভাবকদের কাছ থেকে তথ্য নিয়ে দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করছেন।

হজ ও ওমরাহ মৌসুমে মসজিদে মুসল্লি ও দর্শনার্থীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এই সময় কর্তৃপক্ষ অভিভাবকদের আহ্বান জানিয়েছে, তারা অবশ্যই শিশুদের জন্য এই সেবা গ্রহণ করুন।

বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে অভিভাবকরা মানসিক স্বস্তি পাবেন এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার উচ্চ মানদণ্ড স্থাপিত হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে