ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইসির নির্দেশ, ছোট-খাট ভুলে বাতিল হবে না মনোনয়ন

২০২৫ ডিসেম্বর ১৪ ১৯:০৬:০৪
ইসির নির্দেশ, ছোট-খাট ভুলে বাতিল হবে না মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্রে ছোট-খাট ভুল থাকলেও তা বাতিল করা যাবে না বলে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্রে তুচ্ছ বা সামান্য ত্রুটি থাকে, তা বাছাইয়ের সময় তাৎক্ষণিকভাবে সংশোধন করা সম্ভব হলে প্রার্থীর মাধ্যমে সংশোধন করিয়ে নিতে হবে। তবে, হলফনামায় উল্লেখিত তথ্য পরিবর্তন বা সংশোধন করা যাবে না।

একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, কোনো প্রার্থীর একটি মনোনয়নপত্র বাতিল হলে অন্য বৈধ মনোনয়নপত্রের প্রভাব পড়বে না। অর্থাৎ, প্রার্থীর একটি বৈধ মনোনয়নপত্র থাকলেই প্রার্থিতা অটুট থাকবে। একাধিক মনোনয়নপত্র থাকলে বাছাইয়ের সময় শুধুমাত্র একটি বৈধ মনোনয়নপত্র যাচাই করা হবে। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারকে নির্দিষ্ট স্থানে লিপিবদ্ধ করতে হবে।

এছাড়া, নির্বাচনি অভিযোগ পর্যালোচনার জন্য ১০টি অঞ্চলে ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে কমিশন।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে