ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইউক্রেন-রাশিয়া শান্তি খুব বেশি দূরে নয়: এরদোয়ান

২০২৫ ডিসেম্বর ১৩ ২০:১৯:৩২
ইউক্রেন-রাশিয়া শান্তি খুব বেশি দূরে নয়: এরদোয়ান

নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন-রাশিয়া শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার আশা করছেন। তিনি বলছেন, দুই দেশের মধ্যে শান্তি স্থাপন এখন আর বেশি দূরে নয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার তুর্কমেনিস্তানে পুতিনের সঙ্গে বৈঠক করেন এরদোয়ান। বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, যুদ্ধের অবসান ঘটাতে ব্যাপক শান্তি প্রচেষ্টা মূল্যায়ন করা হচ্ছে এবং তুরস্ক ইউক্রেনকে শান্তি প্রচেষ্টায় সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত।

ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, ‘‘পুতিনের সঙ্গে বৈঠকের পর আমরা আশা করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। শান্তি এখন খুব দূরে নয়, আমরা তা দেখতে পাচ্ছি।’’

এরদোয়ান বৈঠকে পুতিনকে জানিয়েছেন, যুদ্ধের ক্ষেত্রে জ্বালানি স্থাপনা ও বন্দর কেন্দ্রিক সীমিত যুদ্ধবিরতি সব পক্ষের জন্য সহায়ক হতে পারে। তিনি আরও বলেন, কৃষ্ণসাগরকে যুদ্ধক্ষেত্র হিসেবে দেখা উচিত নয় এবং সেখানে সবার জন্য নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা প্রয়োজন, যা উভয় পক্ষের জন্য লাভজনক।

শুক্রবার ইউক্রেনের দুটি বন্দরে রাশিয়ার হামলার ফলে তুরস্কের মালিকানাধীন তিনটি জাহাজসহ খাদ্যসামগ্রী বহনকারী একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এর আগে মস্কো ইউক্রেনকে সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিল।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে