ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

করপোরেট ট্যাক্সসহ জমি নিবন্ধনের খরচ ৭ শতাংশ করার দাবি রিহ্যাবের

২০২৪ জুন ০৯ ১৬:০৫:৫৫
করপোরেট ট্যাক্সসহ জমি নিবন্ধনের খরচ ৭ শতাংশ করার দাবি রিহ্যাবের

নিজস্ব প্রতিবেদক : আবাসন মালিকদের সংগঠন রিহ্যাব আবাসন খাতকে গতিশীল করার জন্য জমির রেজিস্ট্রেশন খরচ কমানোর পাশাপাশি সিঙ্গেল ডিজিট ঋণ সুবিধা চালুর দাবি জানিয়েছে।

রোববার (০৯ জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

রিহ্যাব জানায়, জমির রেজিস্ট্রেশন খরচ কমালে ক্রেতারা জমির সঠিক মূল্য দেখাতে উৎসাহী হবে। গেইন ট্যাক্স, স্ট্যাম্প ফিসহ এখন নিবন্ধন খরচ ২২ শতাংশ পরিশোধ করতে হয় যা ৭ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

এসময় রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদ উজ জামান বলেছেন, ‘বাজেটে প্রবৃদ্ধি সম্ভব হবে যদি আবাসনসহ উৎপাদনমুখী খাত সচল থাকে। অপ্রদর্শিত অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ দেয়ার দাবি জানিয়েছিলাম। প্রস্তাবিত বাজেটে সুযোগটি থাকায় সরকারকে ধন্যবাদ জানাই। ’

সভাপতি বলেন, এই অর্থ মূল ইকোনমিতে নিয়ে না এলে পাচার হয়ে দেশের বাইরে চলে যাবে। নৈতিকতার প্রশ্নে এটি মন্দের ভালো উদ্যোগ। খরচ কমানো গেলে এ খাতে রাজস্ব আদায় আরো বাড়বে।

সংবাদ সম্মেলনে আবাসন খাতের ব্যবসায়ীদের আয়কর কমানোরও দাবি জানানো হয়। এছাড়া নির্মাণ সামগ্রীর উপকরণ খরচ কমাতে কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ দেয় সংগঠনটি।

বাংলাদেশের আবাসন শিল্প রক্ষার্থে রিহ্যাবের পক্ষ থেকে নিম্নোক্ত প্রস্তাবনা:

* জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ব্যয় হ্রাস করা।

* রিয়েল এস্টেট সেক্টরের বর্তমান অবস্থা ও বিশ্বের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় আবাসন ব্যবসায়ীদের আয়কর হ্রাস করা।

* সেকেন্ডারি মার্কেটের প্রচলন করা।

* মধ্যবিত্তদের ফ্ল্যাট ক্রয়ে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক সিঙ্গেল ডিজিট সুদে ক্রেতাসাধারণকে হোম লোন প্রদানের ব্যবস্থা করা।

* নির্মাণসামগ্রীর মূল্যহ্রাস করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

শেয়ারনিউজ, ০৯ জুন ২০২৪

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে