ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাভাষীদের পক্ষে গডফাদার স্টাইলে হুঁশিয়ারি মমতার

২০২৫ আগস্ট ২৯ ১০:৪১:১৩
বাংলাভাষীদের পক্ষে গডফাদার স্টাইলে হুঁশিয়ারি মমতার

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাভাষী মানুষদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার (২৭ আগস্ট) এক বক্তব্যে তিনি বলেন, ‘‘আমরা কোনো বাংলাভাষীকে ‘বাংলাদেশি’ বলে হেনস্তা বা দেশছাড়া হতে দেব না। এরকম কোনো চেষ্টার যথাযথ জবাব দেওয়া হবে।’’

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, কেন্দ্রীয় সরকার ভোটার তালিকা সংশোধনের নামে বিতর্কিত জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) কার্যকর করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন মমতা। তিনি বলেন, ‘‘ভোটার তালিকা সংশোধনের আড়ালে বিজেপি সরকারের উদ্দেশ্য অসৎ। তারা বাংলাভাষীদের টার্গেট করছে।’’

তিনি আরও বলেন, “কেউ যদি জরিপ করতে আসে, কখনোই নিজের তথ্য দেবেন না। তারা তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা থেকে নাম কেটে দেবে। ভোটকেন্দ্রে গিয়ে নিশ্চিত হোন, আপনার নাম তালিকায় আছে কি না। আধার রাখুন, কিন্তু অন্যান্য নথি ছুড়ে ফেলুন।”

গডফাদার সিনেমার একটি সংলাপকে নিজের মতো ব্যবহার করে তিনি বলেন, “অন্য নথি ছুড়ে ফেলুন, আধার তুলে নিন।”

মমতার দাবি, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গজুড়ে প্রায় ৫০০টি দল মোতায়েন করেছে, যারা ভোটার তালিকা থেকে নির্দিষ্ট সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার জন্য কাজ করছে। তিনি বিজেপিকে ইঙ্গিত করে বলেন, “তারা বাংলাভাষী গরিব মানুষদের ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে নির্যাতন করছে। গরিবরাই আমার হৃদয়ে। আমি জাতপাত মানি না, আমি মানবতা মানি।”

তিনি বলেন, “নির্বাচন কমিশন আসে ও যায়, কিন্তু রাজ্য সরকার থেকে যায়। আমরা জনগণের অধিকার রক্ষা করব।”

বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, “আমি নির্বাচন কমিশনকে সম্মান করি, কিন্তু রাজনৈতিক দলের ললিপপ খাওয়া ঠিক নয়। ললিপপ খাওয়া শিশুর জন্য ঠিক, কিন্তু বড়দের জন্য না। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত কারও ভোটাধিকার কেড়ে নিতে দেব না।”

তিনি আরও অভিযোগ করেন, সরকার প্রশাসনিক কর্মকর্তাদের ভয় দেখাচ্ছে—বিডিও ও জেলা ম্যাজিস্ট্রেটদের চাকরি কেড়ে নেওয়ার ও জেলে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মুখ্যমন্ত্রীর ভাতিজা ও তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “একজন মানুষেরও যদি ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে ১০ লাখ বাঙালি দিল্লি অভিমুখে পদযাত্রা করবে ও রাজপথ ঘেরাও করবে।”

বাংলা ভাষাকে ‘বাংলাদেশের জাতীয় ভাষা’ বলা নিয়ে দিল্লি পুলিশের এক চিঠির তীব্র নিন্দা করেছেন মমতা। তিনি বলেন, “যদি বাংলা না থাকে, তাহলে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ এবং জাতীয় গান ‘বন্দে মাতরম’ কোন ভাষায় লেখা হয়েছে? বাংলার অবদান মুছে ফেলতে চায় বিজেপি। আমরা এই ভাষাগত সন্ত্রাস সহ্য করব না।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে