ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

নির্বাচনি প্রস্তুতিতে তাড়াহুড়ো দেখছে জাতীয় নাগরিক পার্টি

২০২৫ আগস্ট ২৮ ২৩:০৭:৪১
নির্বাচনি প্রস্তুতিতে তাড়াহুড়ো দেখছে জাতীয় নাগরিক পার্টি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, জুলাই সনদ চূড়ান্ত করার আগে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার ভঙ্গের শামিল। তাদের মতে, সংস্কার কার্যক্রমের রূপরেখা স্পষ্ট না করে নির্বাচন নিয়ে এগোনো ভবিষ্যতে রাজনৈতিক সংকট তৈরি করবে, যার দায়ভার সরকারকেই নিতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে এনসিপি। লিখিত বক্তব্য পাঠ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগী শহীদদের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার। সেই লক্ষ্যেই সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে এবং ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই সনদের খসড়া প্রণয়ন করে। কিন্তু সনদ বাস্তবায়নের জন্য কোনো সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ না হওয়ায় হতাশা তৈরি হয়েছে।

আরিফুল ইসলাম অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা একতরফাভাবে নির্বাচনের সময় ঘোষণা করেছেন। ‘আমরা বৃহত্তর স্বার্থে তা মেনে নিয়েছিলাম। তবে আশা করেছিলাম নির্বাচনের রোডম্যাপের আগে সংস্কারের অগ্রগতি এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট করা হবে।’

তিনি বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ ইতিবাচক হলেও জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি না হলে নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে এগোবে না। দ্রুত সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব সাইফ মোস্তাফিজ, জয়নাল আবেদীন শিশির, মুসফিকুস সালেহীন, আরিফ সোহেলসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে