ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

কারাগারে সাবেক প্রধান বিচারপতির হার্ট অ্যাটাক

২০২৫ আগস্ট ২৫ ২০:২৯:৪০
কারাগারে সাবেক প্রধান বিচারপতির হার্ট অ্যাটাক

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করেছেন। পরে তাকে দ্রুত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, গত ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতিকে খুনের মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর নজির সৃষ্টি হয়।

এ বি এম খায়রুল হক ছিলেন দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি। বিচারপতির দায়িত্ব পালনকালে এবং পরে অবসরের পরেও তিনি বিভিন্ন রাজনৈতিক বিতর্কে জড়িয়েছেন। তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্ব, বিতর্কিত রায় প্রদান এবং সংবিধান সংশোধনের মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠে এসেছে। এ কারণেই তিনি সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

বর্তমানে তার স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন পরিবারের সদস্য, আইনজীবী ও সহকর্মীরা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে