ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

শেখ হাসিনাকে ঘিরে নতুন বিতর্কে উত্তাল পররাষ্ট্র মন্ত্রণালয়

২০২৫ আগস্ট ২৯ ১৪:০৭:৩৩
শেখ হাসিনাকে ঘিরে নতুন বিতর্কে উত্তাল পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক:প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন—এমন অভিযোগ এনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া।

গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) পাঠানো ওই নোটিশে আইনজীবী পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারতীয় হাইকমিশনের কাছে আনুষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

নোটিশে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ও তার বোন ভারতে আশ্রয় নেন। তবে ভারত তাকে কোন আইনি ভিত্তিতে আশ্রয় দিয়েছে, সে বিষয়ে কোনো স্পষ্টতা নেই বলেও উল্লেখ করা হয়।

আইনজীবীর অভিযোগ, শেখ হাসিনা বর্তমানে ভারত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে হটাতে ষড়যন্ত্র করছেন।

নোটিশে আরও বলা হয়, শেখ হাসিনা সম্প্রতি ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ী এস আলমের সঙ্গে বৈঠক করেছেন।জাতীয় একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই বৈঠকে প্রায় ৪,৫০০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা বাংলাদেশকে অস্থিতিশীল করার কাজে ব্যবহার করা হবে বলে আশঙ্কা করা হয়।

আইনজীবী গোলাম কিবরিয়া দাবি করেন, ভারতের ভূমিকা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস, ১৯৬১-এর ৪১ অনুচ্ছেদ লঙ্ঘন করছে। কারণ একটি বিদেশি রাষ্ট্রের মাটিতে আশ্রয় নিয়ে কোনো প্রাক্তন নেতা যদি কোনো সার্বভৌম দেশের বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, সেটি আন্তর্জাতিক কূটনৈতিক রীতির পরিপন্থি।

নোটিশে ভারতীয় হাইকমিশনের কাছে সরকারিভাবে জবাবদিহি নিশ্চিত করতে এবং ভারতের কাছে প্রতিবাদ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানানো হয়েছে।

২০২৪ সালের গণ-আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তিনি ভারতের কোথাও অবস্থান করছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে গুঞ্জন থাকলেও, এ বিষয়ে এখনো ভারত বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে