ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

৩৯ বছরের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুত

২০২৫ আগস্ট ২৯ ১৭:১৫:৫৫
৩৯ বছরের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুত

নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়া পেতংতার্ন সিনাওয়াত্রা ক্ষমতা হারালেন। কম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে বিতর্কিত ফোনালাপ ফাঁস হওয়ার পর দেশটির সাংবিধানিক আদালত তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করেছে।

শুক্রবার (২৯ আগস্ট) ৯ বিচারকের বেঞ্চের রায়ে পেতংতার্নকে দোষী সাব্যস্ত করা হয় ‘নৈতিক মান লঙ্ঘনের’ জন্য। অভিযোগ, তিনি জাতির স্বার্থের চেয়ে ব্যক্তিগত স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং দেশের সুনাম ক্ষুণ্ণ করেছেন। তবে ওই ফোনালাপে তিনি সীমান্ত সংঘাত কমানোর প্রয়াস নিয়েছিলেন বলে নিজেকে ব্যাখ্যা করেছেন।

এই রায়ের পর পেতংতার্নের বিরোধীরা উদ্দাম আনন্দে মাতেন, অন্যদিকে তার সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ২০০৮ সালের পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে তিনি পঞ্চম যে ব্যক্তি ক্ষমতা থেকে সরানো হলো।

ফাঁস হওয়া কথোপকথনে পেতংতার্ন হুন সেনকে ‘চাচা’ বলে সম্বোধন করেছেন এবং একজন থাই সেনা কর্মকর্তাকে ‘প্রতিপক্ষ’ হিসেবে উল্লেখ করেছেন, যা রাজনৈতিক উত্তেজনা আরো বাড়িয়েছে। এরই মধ্যে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে কয়েক ডজন নিহত ও হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

মালয়েশিয়ার মধ্যস্থতায় ২৯ জুলাই যুদ্ধবিরতি স্বাক্ষরিত হলেও পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে