ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

খালেদা জিয়া-তারেক জিয়া নিয়ে নতুন তথ্য দিলেন মির্জা ফখরুল

২০২৫ আগস্ট ২৯ ১৭:২২:৫৫
খালেদা জিয়া-তারেক জিয়া নিয়ে নতুন তথ্য দিলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালে কারাবন্দি হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০২৪ সালের অভ্যুত্থানের পর মুক্তি পেয়েছেন। যদিও শারীরিক অসুস্থতা ও অন্যান্য কারণে দীর্ঘদিন রাজনীতিতে সরাসরি অংশ নিতে পারেননি, তবুও দলের প্রধান হিসেবে আছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার প্রার্থীতা নিয়ে প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “উনি নির্বাচন করবেন না এটা আমরা বলিনি। যেখানেই দাঁড়াবেন, সেখানেই জিতবেন।”

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে মির্জা ফখরুল জানান, তারেকের ফেরা নির্বাচনের তফসিলের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তবে শিগগিরই তিনি ফিরবেন বলে আশা করা হচ্ছে।

নির্বাচনী জোট গঠন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, “আমরা সাজানো বিরোধী দল তৈরি করি না, এটা মূলত আওয়ামী লীগের কাজ।”

এছাড়া, নতুন দল এনসিপির সঙ্গে জোটের সম্ভাবনা নির্ভর করবে নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতির উপর।

অন্যদিকে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মির্জা ফখরুল বলেন, “ইতিহাসে কখনো গভীর সম্পর্ক ছিল না, তবে প্রতিবেশী হিসেবে দূরত্বও ছিল না।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে