ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

ইসরায়েলি বিমান হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত

২০২৫ আগস্ট ২৯ ১৪:১৬:১৭
ইসরায়েলি বিমান হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলি বিমান হামলায় ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের তথাকথিত প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইয়েমেনের রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে এই হামলার ঘটনা ঘটে। খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জুমহুরিয়া টেলিভিশন।

আডেনভিত্তিক সংবাদমাধ্যম আল-গাদ জানিয়েছে, ওই হামলায় রাহাভির সঙ্গে তার একাধিক ঘনিষ্ঠ সহযোগীও প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, এই হামলা রাজধানী সানার বাইরে আরেকটি স্থানে চালানো অন্য এক হামলা থেকে ভিন্ন ছিল। মূল লক্ষ্য ছিল হুতি নেতাদের একটি শীর্ষ পর্যায়ের বৈঠক, যেখানে হুতিদের প্রতিরক্ষামন্ত্রীসহ কমপক্ষে ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন। সেই বৈঠকে হুতি নেতা আবদুল মালিক আল-হুতি ভাষণ দেওয়ার কথা ছিল। তবে হতাহতের নির্ভরযোগ্য সংখ্যা এখনো প্রকাশ পায়নি।

ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল কান জানিয়েছে, আহমেদ আল-রাহাভি গত প্রায় এক বছর ধরে তথাকথিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। যদিও তার সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না।ইসরায়েলি টিভি চ্যানেল N12 (এন টুয়েলভ) জানায়, রাহাভি ছিলেন ইরান ও লেবাননের হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র এবং ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলার অনুমোদনদাতা।

আরব গণমাধ্যম সূত্রে আরও জানা যায়, রাজধানী সানায় ইসরায়েল অন্তত ১০ দফা বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনি নিরাপত্তা সূত্রের বরাতে চ্যানেল কান আরও জানায়, হামলার একটি অংশ প্রেসিডেন্ট প্রাসাদেও চালানো হয়, যেখানে হুতি সরকারের আরও কয়েকজন ঊর্ধ্বতন নেতা নিহত হয়েছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে