ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে অভিনব চিত্র

২০২৫ আগস্ট ২৯ ১৭:৪২:২৮
শেয়ারবাজারে অভিনব চিত্র

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৪–২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক অভিনব চিত্র দেখা গেছে। পুরো সপ্তাহের দরপতনের শীর্ষ তালিকায় থাকা সবগুলো কোম্পানিই জেড ক্যাটাগরির। বাজারে জেড শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থাহীনতা এভাবে আরও প্রকট হয়ে উঠেছে।

দরপতনের শীর্ষ দশে থাকা কোম্পানিগুলো হলো—ফাস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, প্রাইম ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), পিপলস লিজিং, জিএসপি ফাইন্যান্স, গ্লোবাল ব্যাংক এবং সুহ্নদ ইন্ডাষ্ট্রিজ।

এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে প্রিমিয়ার লিজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারমূল্য ৩৮ শতাংশ কমেছে। ফাস ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্স যথাক্রমে ৩৩.৩৩ ও ৩১.০৩ শতাংশ দর হারিয়েছে।

এছাড়া ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার কমেছে ২৬.৯২ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২৬.৩২ শতাংশ এবং বিআইএফসির ২৫.৪৫ শতাংশ। অন্যদিকে পিপলস লিজিংয়ের দরপতন হয়েছে ২১.০৫ শতাংশ।

একই সময়ে জিএসপি ফাইন্যান্সের দর কমেছে ১৮.৬০ শতাংশ, গ্লোবাল ব্যাংকের ১৪.৫১ শতাংশ এবং সুহ্নদ ইন্ডাষ্ট্রিজের ১৪.৪৯ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, জেড ক্যাটাগরির কোম্পানিগুলো বছরের পর বছর আর্থিক সংকট ও পরিচালনাগত দুর্বলতায় ভুগছে। সপ্তাহজুড়ে তাদের শেয়ার দরপতন সেই দীর্ঘস্থায়ী দুরবস্থারই প্রতিফলন, যা সামগ্রিক বাজারেও নেতিবাচক প্রভাব ফেলছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে