ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Sharenews24

সাউথ বাংলা ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের মামলা

২০২৫ আগস্ট ২৮ ১৯:১৭:৪৫
সাউথ বাংলা ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: ‎সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের খুলনা শাখার ভল্ট থেকে নগদ সাড়ে ১০ লাখ টাকা ও তিন হাজার মার্কিন ডলার আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। এর অর্থে অভিযুক্ত হয়েছেন দুই কর্মকর্তা—ক্যাশ ইনচার্জ মুহাম্মদ জুন্নুরাইন সিদ্দীকি তানভীর এবং সাপোর্ট স্টাফ এস এম মুহাইমিনুল ইসলাম, পরিচিত মিঠু।

মামলাটি ২৭ আগস্ট রাতে দুদকের খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মহসীন আলী বাদী হয়ে দায়ের করেন। তদন্তে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের খুলনা আঞ্চলিক শাখার প্রতিনিধিরা আকস্মিক ভল্ট পরিদর্শনে গিয়ে অমিল দেখতে পান। পরবর্তী তদন্তে দুদক নিশ্চিত হয়, দুই কর্মকর্তাই ওই টাকা ও ডলার আত্মসাৎ করেছেন।

মামলায় অভিযোগ আনা হয়েছে, ব্যাংকের ভল্টে রক্ষণাবেক্ষিত অর্থ নিজের ব্যক্তিগত খাতে নেওয়া হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ। বর্তমানে এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে