ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Sharenews24

উল্লম্ফনের বাজারেও দুশ্চিন্তায় সাত কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৫ আগস্ট ২৮ ২১:৪১:৪৭
উল্লম্ফনের বাজারেও দুশ্চিন্তায় সাত কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ আগস্ট) সূচক ও লেনদেনে উল্লেখযোগ্য হারে উত্থান ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক সাড়ে ৫ হাজার পয়েন্ট এবং লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এছাড়া, লেনদেনে অংশ নেয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮১টির দর বেড়েছে এবং ৮৬টির দর কমেছে। বাজারের এমন ইতিবাচক পরিস্থিতির মধ্যেও দর কমার শীর্ষে ১০টির মধ্যে আর্থিক ও বীমা খাতের ৭ কোম্পানি অবস্থান করছে। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৭টি হলো- আর্থিক খাদের ফাস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স ও রিপাবলিক ইন্স্যুরেন্স। আর বীমা খাতের সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ফাস ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৬০ পয়সায়। দিনশেষে কোম্পানিটির ৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে ফারইস্ট ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিিিটর শেয়ার দর ১০ পয়সা বা ৪.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা থেকে ২ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৪৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

তৃতীয় সর্বোচ্চ দর কমেছে রিপাবলিক ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৪.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ টাকা ১০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩৩ টাকা ৭০ পয়সা থেকে ৩৫ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন কোম্পানিগুলোর মধ্যে- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ টাকা ৮০ পয়সা বা ৩.৭৯ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১ টাকা ১০ পয়সা বা ৩.৭৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০ পয়সা বা ৩.৪৫ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১ টাকা ৫০ পয়সা বা ৩.১০ শতাংশ দর কমেছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে