ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

অনির্বাচিত সরকার নিয়ে আমীর খসরুর নীরব বার্তা

২০২৫ আগস্ট ২৯ ১৬:০২:০২
অনির্বাচিত সরকার নিয়ে আমীর খসরুর নীরব বার্তা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,“আমি অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমার কোনো প্রত্যাশাও নেই। এটি একটি সাময়িক সরকার। আমরা অপেক্ষা করছি একটি নির্বাচিত সরকারের জন্য।”

শুক্রবার (২৯ আগস্ট) সকালে বরিশালের জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।অনুষ্ঠানটির আয়োজন করে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম।

আমীর খসরু বলেন,“সবাই এখন নির্বাচনের অপেক্ষায় আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এর মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।তখন জনগণ তাদের মনের কথা বলতে পারবে, তাদের প্রতিনিধিকে ভোট দিতে পারবে—যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহিতার মধ্যে থাকবে।”

তিনি জানান, বিএনপি জনগণের রায়ের ওপর বিশ্বাস রাখে এবং সেই লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে, যাতে নির্বাচনের পরপরই তারা জনগণের পাশে কার্যকরভাবে দাঁড়াতে পারে।

অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন,“আমরা অর্থনীতিকে গণতান্ত্রিককরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে সামনে এগিয়ে নিতে চাই। অর্থনীতি যেন শুধুমাত্র কিছু গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত না থাকে। তাই আমরা প্রতিটি বিভাগে যাচ্ছি, মানুষের কথা শুনছি।”

তিনি আরও বলেন,“আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটি গ্রামে এমন একটি পণ্য তৈরি করা, যা ওই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখবে। এই পণ্যের নতুন নতুন ডিজাইন হবে এবং তা দেশ-বিদেশে বিক্রি হবে।”

কুটির শিল্পের প্রসারে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা, ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিক বাজারে প্ল্যাটফর্ম তৈরির ওপর গুরুত্বারোপ করেন বিএনপির এই নেতা।

“আমরা এমন একটি অর্থনীতি চাই যেখানে দেশের মানুষ নিজ নিজ ঘরে বসে উৎপাদনে অংশ নিতে পারবে। এতে শুধু কর্মসংস্থান বাড়বে না, বরং ধ্বংসপ্রাপ্ত হস্তশিল্পগুলোকে পুনরুজ্জীবিত করাও সম্ভব হবে।”

তিনি বলেন,“কুটির ও হস্তশিল্প উদ্যোক্তাদের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি আমাদের মূল লক্ষ্য।”

বিএনপি নেতার বক্তব্যে স্পষ্ট—তারা বর্তমান সরকারের প্রতি ভরসা না রেখে আগামী নির্বাচনের জন্য জনগণের রায়ের ওপর নির্ভর করছে এবং নীতি ও কর্মসূচির দিক দিয়ে আগেভাগে প্রস্তুত হতে চাইছে।অর্থনীতি ও গণতন্ত্র—দুই ক্ষেত্রেই দলের অবস্থান পরিষ্কার করে তুলে ধরেছেন তিনি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে