ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

পদ্মা ইসলামী লাইফের তহবিল ঘাটতি মূলধনের প্রায় ৮ গুণ

২০২৫ আগস্ট ২৯ ০৬:৫৫:৩৯
পদ্মা ইসলামী লাইফের তহবিল ঘাটতি মূলধনের প্রায় ৮ গুণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ক্রমবর্ধমান তহবিল ঘাটতিতে পড়েছে। মাত্র ৩৮ কোটি ৮৮ লাখ টাকার পরিশোধিত মূলধন থাকলেও কোম্পানিটির জীবনবিমা তহবিলের ঘাটতি দাঁড়িয়েছে ৩০৭ কোটি ৭১ লাখ টাকা। এর বিপরীতে কোম্পানির মোট সম্পদ রয়েছে ২৫২ কোটি ৮৭ লাখ টাকা। বিষয়টি উঠে এসেছে সর্বশেষ প্রান্তিক আর্থিক প্রতিবেদনে।

চলতি বছরের এপ্রিল-জুন সময়ে তহবিল ঘাটতি দাঁড়ায় ৩০৭ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। এর আগের প্রান্তিকে ঘাটতি ছিল ৩০১ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ তিন মাসে ঘাটতি বেড়েছে আরও ৬ কোটি ৫৩ লাখ ২০ হাজার টাকা।

২০২৪ সালের একই সময়ে ঘাটতি ছিল ২৭২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। ফলে এক বছরে ঘাটতি বেড়েছে প্রায় ৩৫ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকা।

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নূর মোহম্মদ ভুঁইয়া জানান, ব্যবসার পরিমাণ কমে যাওয়ায় তহবিল ঘাটতি ক্রমেই বাড়ছে।

বিমা খাত সংশ্লিষ্টরা বলছেন, জীবনবিমা তহবিল (লাইফ ফান্ড) হলো কোনো বিমা কোম্পানির আর্থিক মেরুদণ্ড। গ্রাহকের প্রিমিয়াম, বিনিয়োগ থেকে আয় এবং অন্যান্য উৎস থেকে সংগৃহীত অর্থ দিয়ে এই ফান্ড গড়ে ওঠে। এখান থেকেই মৃত্যুদাবি, মেয়াদপূর্তি দাবি এবং বোনাস প্রদানের মতো দায় পরিশোধ করা হয়। ফলে তহবিল ঘাটতি বাড়া মানে কোম্পানির আর্থিক স্থিতিশীলতা বড় ঝুঁকির মধ্যে পড়া।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে