ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

লতিফ সিদ্দিকীর বাড়িতে আগুনের ভিডিও: যা বলল পুলিশ

২০২৫ আগস্ট ২৯ ০৭:৪৮:২৯
লতিফ সিদ্দিকীর বাড়িতে আগুনের ভিডিও: যা বলল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক মন্ত্রী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের একটি ভিডিও বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হয়ে দেশজুড়ে আলোচনা সৃষ্টি করেছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, “ভিডিওটি ভুয়া। তবে এর সঠিক অবস্থান বা সময় নিশ্চিত করা সম্ভব হয়নি। লতিফ সিদ্দিকীর বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে সদস্য মোতায়েন করেছে।”

এর আগে একই দিন দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠানের সময় উত্তেজনা সৃষ্টি হলে লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে পুলিশ আটক করে। পরে তাদের রাজধানীর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

ঘটনার প্রতিবাদে এবং লতিফ সিদ্দিকীর মুক্তি দাবিতে বিকেলে টাঙ্গাইলের শহরে তার ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম সংবাদ সম্মেলন করেন।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে