ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

নতুন করে নাহিদের পদত্যাগ নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ

২০২৫ আগস্ট ২৯ ১৭:৪৭:২০
নতুন করে নাহিদের পদত্যাগ নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন, সবচেয়ে প্রভাবশালী ছাত্র উপদেষ্টা সংস্কার ও বিচার না করে কেন পদত্যাগ করে দল গঠন করলেন, এটি বোধগম্য নয়। তিনি মনে করেন, নির্বাচনের অজুহাতে নিত্যনতুন দাবি করে নির্বাচন আটকে দেওয়ার চেষ্টা করলে দেশে ১/১১ পরিস্থিতি ফিরে আসবে, যা শেখ হাসিনারই লাভে পরিণত হবে।

শুক্রবার রাত ১২:১০ মিনিটে ফেসবুকে দেওয়া পোস্টে রাশেদ খান আরও বলেন, “প্রধান উপদেষ্টা আগে খুবই প্রিয় ছিলেন গণ-অভ্যুত্থানের পক্ষের কাছে। এখন তাঁরা নগ্ন ভাষায় তাকে সমালোচনা করছেন। নির্বাচনের মাধ্যমে বিচার ও সংস্কার নিশ্চিত হলে সরকারের নিয়োগ প্রক্রিয়াগুলো সুষ্ঠুভাবে চলবে। তাই নির্বাচনের পথ অবরুদ্ধ করা ঠিক নয়।”

তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ইঙ্গিত করে বলেন, “সরকার দুর্বল হয়ে পড়েছে পদত্যাগ শুরু হওয়ার পর থেকেই। সামনে আরো পদত্যাগ হতে পারে, যা সরকারের দুর্বলতা আরও বাড়াবে।”

রাশেদ খান বলেন, “নতুন সংবিধান চাইলে মুজিববাদী সংবিধান মেনে শপথ নেওয়া মানুষের অবজ্ঞা করা ঠিক হবে না। সংবিধানকে স্বীকৃতি দিয়ে হাসিনার শপথ গ্রহণের পর তাকে অবৈধ বলা যায় না।”

তিনি দাবি করেন, “নির্বাচন আটকে দেশের ১/১১ পরিস্থিতি ফিরে এলে তা আমাদের সকলের জন্য বিপদজনক হবে। তাই সকলকে ঐকমত্যে সংস্কার ও বিচার নিশ্চিত করে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিতে হবে।”

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নির্বাচনে না গেলে, শেখ হাসিনার ফিরে আসার পর অন্য কারো নেতৃত্বে অংশগ্রহণ করা ঠিক হবে? নির্বাচন কমিশনের রোডম্যাপকে সম্মান জানানো উচিত। ড. ইউনূসের নির্দেশনাও এরই অংশ।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে