ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

চলতি বছরেই শেয়ারবাজারে আসছে সরকারি দুই কোম্পানি

২০২৫ আগস্ট ২৭ ০৯:২৭:০৮
চলতি বছরেই শেয়ারবাজারে আসছে সরকারি দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে দেশের শেয়ারবাজারকে শক্তিশালী করার লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সম্ভাবনাময় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে, যার ফলে দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ডিএসই আশা করছে, চলতি বছরের মধ্যেই অন্তত দুটি সরকারি প্রতিষ্ঠান বাজারে আসবে এবং আগামী এক বছরের মধ্যে মোট ১০টি কোম্পানিকে তালিকাভুক্ত করা হবে।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বাজারের পরিধি ও গভীরতা বাড়ানো। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, এতে শুধু নতুন বিনিয়োগের সুযোগই তৈরি হবে না, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এই ধরনের শক্তিশালী কোম্পানিগুলো বাজারে এলে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে, যা বাজারের সামগ্রিক স্থিতিশীলতার জন্য জরুরি।

প্রধান উপদেষ্টা গত মে মাসে শেয়ারবাজার সংস্কারে যে পাঁচ দফা নির্দেশনা দিয়েছিলেন, তার প্রথমটিই ছিল সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে বাজারে আনা। সেই নির্দেশনার আলোকেই ডিএসই একের পর এক বৈঠক করে চলেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ইউনিলিভার বাংলাদেশ, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো), সাইনোভিয়া, নোভার্টিস, সিনজেন্টা, নেসলে বাংলাদেশ, পশ্চিমাঞ্চল গ্যাস, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন, সিলেট গ্যাস ফিল্ডস, বড়পুকুরিয়া কোল মাইনিং, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন, কর্ণফুলী গ্যাস কোম্পানি, সাধারণ বীমা কর্পোরেশন এবং জীবন বীমা কর্পোরেশনসহ প্রায় ২০টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে।

এছাড়াও, সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাসেনসিয়াল ড্রাগসকে তালিকাভুক্ত করার জন্য গত ২৮ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সঙ্গেও আলোচনা হয়েছে এবং প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখাতে শুরু করেছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র নতুন কোম্পানি তালিকাভুক্ত করাই যথেষ্ট নয়। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হলে সুশাসন নিশ্চিত করা, নীতিমালা সঠিকভাবে বাস্তবায়ন করা এবং হয়রানি কমানো জরুরি। কোম্পানিগুলোকে বোঝাতে হবে যে শেয়ারবাজারে আসা তাদের দীর্ঘমেয়াদি সুনাম ও স্থায়িত্ব বাড়াবে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বর্তমানে শেয়ারবাজারে মাত্র ২০টি সরকারি কোম্পানি তালিকাভুক্ত আছে, যা মোট বাজার মূলধনের মাত্র ৭.৮১ শতাংশ। সর্বশেষ ২০১২ সালে কোনো সরকারি প্রতিষ্ঠান বাজারে এসেছিল। দীর্ঘ এক যুগ ধরে নানা উদ্যোগ নেওয়া হলেও নতুন কোনো রাষ্ট্রীয় কোম্পানি তালিকাভুক্ত না হওয়ায় এই খাতের প্রবৃদ্ধি থমকে ছিল। এখন এই নতুন উদ্যোগটি বাজারের জন্য একটি ইতিবাচক বার্তা বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

সালাহউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে