ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাজ্যে থেকেও অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু

২০২৫ আগস্ট ২৯ ০৭:১৫:২১
যুক্তরাজ্যে থেকেও অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্য সরকার অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। অভিযোগ রয়েছে, এসব অভিবাসীরা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করেছেন কিংবা অভিবাসন আইন ভঙ্গ করেছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ আগস্ট) HFM851 নামের একটি বিশেষ চার্টার ফ্লাইট লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে পাকিস্তানের ইসলামাবাদ হয়ে ঢাকায় পৌঁছাবে। ফ্লাইটটি স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৯টায় লন্ডন থেকে যাত্রা শুরু করে ইসলামাবাদে অবতরণ করে। সেখান থেকে আবার যাত্রা করে শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কনসুলার শাখা ফেরত পাঠানো এসব অভিবাসীর জন্য ট্রাভেল পারমিট ইস্যু করেছে। জানা গেছে, ফেরত আসা ব্যক্তিদের কেউ বৈধ পাসপোর্টধারী হলেও সেটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, আবার কারও পাসপোর্ট ছিল সম্পূর্ণ মেয়াদোত্তীর্ণ।

তালিকা অনুযায়ী, ফেরত আসা বাংলাদেশির সংখ্যা ১৫ জন। তারা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকা জেলার বাসিন্দা। ফেরত পাঠানোদের মধ্যে একজন নারী অভিবাসীও রয়েছেন।

যাত্রী তালিকা পর্যালোচনায় দেখা গেছে, ১৫ জনের মধ্যে ৬ জনের পেশা উল্লেখ নেই। বাকিদের মধ্যে কেউ রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করতেন, আবার কেউ শিক্ষার্থী পরিচয়ে অবস্থান করছিলেন।

যুক্তরাজ্য সম্প্রতি অভিবাসন আইন কঠোরভাবে কার্যকর করছে। অবৈধভাবে বসবাসকারীদের বিষয়ে দেশটি জিরো টলারেন্স নীতি নিয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রও অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর পদক্ষেপ নেয়। এবার যুক্তরাজ্যের সিদ্ধান্তে ইউরোপে অবস্থানরত অনেক বাংলাদেশি অভিবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে—বিশেষ করে যারা ভিসার মেয়াদ বা কর্মসংস্থানের বৈধ কাগজপত্র নবায়ন করেননি।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে