ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

দেবের বিতর্কিত মন্তব্যের জবাবে শুভশ্রীর চমকপ্রদ মন্তব্য

২০২৫ আগস্ট ২৯ ১৭:৩৫:৪৮
দেবের বিতর্কিত মন্তব্যের জবাবে শুভশ্রীর চমকপ্রদ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: গত ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। বাংলা সিনেমার ইতিহাসে এই ছবিটি নতুন নতুন রেকর্ড গড়েছে। প্রায় ১০ বছর পর এই ছবির হাত ধরে দেব-শুভশ্রীকে আবারো একসঙ্গে বড় পর্দায় দেখা গেছে। তবে যদি ‘ধূমকেতু’ ছবিটি ২০২৫ সালে নির্মিত হত, তাহলে কি শুভশ্রীকে নায়িকা হিসেবে বেছে নিতেন দেব?

সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব জানিয়েছিলেন, “শুভশ্রী ইতিমধ্যে দুই বাচ্চার মা, ফলে তাঁর মুখের ইনোসেন্স হারিয়ে গিয়েছে। ‘রূপা’ চরিত্রে মুখের সারল্য পাওয়া যেত না, তাই হয়তো নায়িকাকে পার্শ্ব চরিত্রে বেছে নেওয়া হতো।” এই মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

এই প্রসঙ্গে অভিনেত্রী শুভশ্রী প্রকাশ্যে মুখ খুলেছেন। ‘নয়নদ্বীপ রক্ষিত’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কী বলি? একটি সেন্সেবল মানুষ কীভাবে এমন কথা বলতে পারে, আমি জানি না। আমি পার্শ্ব চরিত্র করতেও প্রস্তুত। আমি ‘সন্তান’ করেছি, কিন্তু চরিত্রটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। ২০২৫ সালে দাঁড়িয়ে এমন অসম্মানসূচক মন্তব্য, যখন ছবির প্রচারে একসঙ্গে আছি, তা আমি মেনে নিতে পারছি না।”

যখন তাকে ‘দেশু’ রোল পুনরায় নেবেন কিনা জানতে চাইা হয়, তখন শুভশ্রী জবাব দেন, “আমি এ ব্যাপারে কিছু জানি না। মা হয়ে যাওয়ায় হয়তো মুখে সারল্য নেই।”

উল্লেখ্য, ১০ বছর ধরে দেব-শুভশ্রীকে পর্দায় একসঙ্গে দেখা যায়নি, শুধুমাত্র একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছাড়া। তাদের প্রেম সম্পর্ক ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট হলেও পরে মতের অমিলের কারণে তারা আলাদা হয়ে যান। বিচ্ছেদের পরেও ‘ধূমকেতু’ ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা, যদিও মুক্তির সময় নানা জটিলতার সম্মুখীন হয় ছবিটি। এই দশক দীর্ঘ অপেক্ষার পর ‘ধূমকেতু’–র মাধ্যমে ‘দেশু’ জুটির ফের একত্রিত হওয়ার আশা পূরণ হয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে