ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ব্যারিস্টার ফুয়াদের

২০২৫ আগস্ট ২৯ ১৫:৩৩:১৯
নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ব্যারিস্টার ফুয়াদের

নিজস্ব প্রতিবেদক: এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে দায়সারা নির্বাচনের উদ্যোগ নেওয়ার অভিযোগ তুলেছেন। শুক্রবার (২৯ আগস্ট) দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন,“কমিশন দায়সারা নির্বাচনের দিকে এগোচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে তাদের পক্ষ থেকে একটি সুষ্ঠু নির্বাচন করানো সম্ভব হবে কি না, তা নিয়েই সংশয় রয়েছে। নির্বাচন কর্মকর্তাদের অভিজ্ঞতারও ঘাটতি রয়েছে।”

তিনি দাবি করেন, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন যেন জুলাই সনদ অনুযায়ী অনুষ্ঠিত হয়। তার ভাষায়,“নির্বাচনের তারিখ পেছালেও আমাদের আপত্তি নেই, কিন্তু নির্বাচন অবশ্যই স্বচ্ছ ও গ্রহণযোগ্য হতে হবে।”

ভোটার বয়স নিয়ে তিনি বলেন,“ভোটের দিন যাদের বয়স ১৭ হবে, তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। অথচ এ বিষয়ে কমিশন এখনো আলোচনায় আনেনি।”

রোডম্যাপ নিয়ে সমালোচনা করে তিনি জানান, রাজনৈতিক দলগুলো কীভাবে মনোনয়ন দেবে সে বিষয়টি রোডম্যাপে উল্লেখ নেই। এছাড়া,“ভোট প্রচারে উচ্চ খরচের বিষয়টি এড়াতে ইসি সাধারণ পোস্টার ব্যবহারের নিয়ম চালু করলে অর্থ ও পরিবেশ—উভয়ই রক্ষা পেত।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে