ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Sharenews24

দেশের তিন স্থলবন্দর বন্ধ ঘোষণা

২০২৫ আগস্ট ২৮ ১৯:৪১:১৬
দেশের তিন স্থলবন্দর বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা পরিষদের সভায় দেশের তিনটি স্থলবন্দর সম্পূর্ণ বন্ধ করা ও একটির কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, এক সংবাদ সম্মেলনে যা ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়।

বন্ধ করা ও স্থগিত করা বন্দরের বিবরণ:

সম্পূর্ণ বন্ধ করা হয়েছে:

চিলাহাটী স্থলবন্দর (নীলফামারী)

দৌলতগঞ্জ স্থলবন্দর (চুয়াডাঙ্গা)

তেগামুখ স্থলবন্দর (খাগড়াছড়ি)

অপারেশনাল কার্যক্রম স্থগিত করা হয়েছে:

বাল্লা স্থলবন্দর (হবিগঞ্জ)

শফিকুল আলম জানিয়েছেন, এসব স্থলবন্দর প্রায়শই অকর্মক্ষম ও অ-মনাফোজনক অবস্থায় রয়েছে; ভৌত অবকাঠামো ও বাণিজ্যিক কার্যক্রমের অভাবে এগুলির পরিচালনা কঠিন ও অর্থনৈতিকভাবে ব্যয়বহুল। আগে রাজনৈতিক স্বীকৃতিতে নির্মিত হলেও, বাস্তবে কার্যক্রম শুরু হয়নি।

এই নির্দেশ লেগেছিল একটি মন্ত্রিপরিষদীয় কমিটির সুপারিশ অনুসারে, যেখানে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও চারটি অনুপযুক্ত ও অ-চলমান স্থলবন্দর রয়েছে; তাদের বিষয়ে পরবর্তী সময়ে আলোচনা হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে