ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

চীন দেখে বিস্মিত সারজিস আলম!

২০২৫ আগস্ট ২৯ ১৫:২০:০৯
চীন দেখে বিস্মিত সারজিস আলম!

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি চীন সফরে গিয়েছে। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এই সফরকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে বেশ আলোচনায় এসেছেন।

শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন:"আমরা চায়নাকে যতটা উন্নত ভাবি, অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে চায়না তার চেয়ে অনেক বেশি উন্নত।"

এই মন্তব্য দেওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যেই পোস্টটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ফেসবুকে ইতোমধ্যেই স্ট্যাটাসটিতে ১ লাখ ৮ হাজারের বেশি রিঅ্যাকশন, ১২ হাজারেরও বেশি মন্তব্য এবং ১ হাজারের বেশি শেয়ার হয়েছে।

এর আগে গত ২৬ আগস্ট রাতে এনসিপির আট সদস্যের একটি প্রতিনিধি দল চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সফরসঙ্গীদের মধ্যে আরও রয়েছেন—সদস্য সচিব আখতার হোসেন,উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন,সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা,যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম,যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ

সফরের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে দলটি আনুষ্ঠানিকভাবে বিস্তারিত না জানালেও, ফেসবুকে সারজিস আলমের স্ট্যাটাস থেকে ধারণা করা যাচ্ছে, সফরে অবকাঠামোগত উন্নয়ন ও রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে