ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
Sharenews24

তৈরি পোশাক শিল্পে বড় ধাক্কা—নেপথ্যে ‘অদৃশ্য’ কারণ

২০২৫ অক্টোবর ১২ ০৮:৫১:৪৬
তৈরি পোশাক শিল্পে বড় ধাক্কা—নেপথ্যে ‘অদৃশ্য’ কারণ

নিজস্ব প্রতিবেদক : দেশের রফতানি বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত তৈরি পোশাক শিল্প বর্তমানে বহুমুখী চ্যালেঞ্জের মুখে। আগস্ট ও সেপ্টেম্বর—টানা দুই মাস রফতানি আয়ের নেতিবাচক প্রবৃদ্ধির ফলে খাতটিতে দেখা দিয়েছে মন্দা। কমছে ক্রয়াদেশ, বাড়ছে আন্তর্জাতিক শুল্কের চাপ। এরইমধ্যে তৈরি পোশাক খাতে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ায় উৎপাদকরা পড়েছেন বড় সংকটে।

এই অবস্থায় পোশাক প্রস্তুতকারকদের উদ্দেশে মূল্যছাড় না দেয়ার পরামর্শ দিয়েছে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। অন্যদিকে, বিকল্প রফতানি বাজার তৈরির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

গত সেপ্টেম্বর মাসে দেশের রফতানি আয় দাঁড়িয়েছে ৩৬২ কোটি ৭৫ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪.৬১% কম। শুধু তৈরি পোশাক খাতেই আয় কমেছে ৫.৬৬%। এর আগের মাস অগাস্টে কমেছে ৪.৭৫%।

তবে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবৃদ্ধি ছিল প্রায় ২৫%, যার প্রভাবে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে খাতটি ৯.৪৮% প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে।

বিজিএমইএ পরিচালক মজুমদার আরিফুর রহমান জানান, “আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের নতুন ২০% শুল্ক কার্যকর হওয়ায় অনেক প্রতিষ্ঠান জুলাই মাসেই পণ্য শিপমেন্ট সম্পন্ন করেছে, ফলে ওই মাসে রফতানি বেড়েছে। কিন্তু আগস্টে এর প্রভাব পড়েছে নেতিবাচকভাবে।”

নিট পোশাক খাতের ইউডি ডেটা অনুযায়ী:জুলাইয়ে ক্রয়াদেশ বেড়েছিল ১৩% (বার্ষিক তুলনায়)।আগস্টে তা কমে যায় প্রায় ৪%।সেপ্টেম্বরে অর্ডার কিছুটা বাড়লেও উদ্যোক্তারা বলছেন, তাতে আশার আলো কম।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “ইউরোপীয় বাজারেও তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছি। তাই অর্ডার কমছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকতে পারে আরও কয়েক মাস।”

বিকেএমইএর দাবি, কিছু মার্কিন ক্রেতা অনৈতিকভাবে এই শুল্ক উৎপাদকদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে, যা তারা মেনে নিচ্ছেন না। হাতেম বলেন, “আমরা পরিষ্কার করে জানিয়ে দিয়েছি—এই শুল্ক আমরা মেনে নেব না।”

অর্থনীতিবিদরা বলছেন, কেবল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন-নির্ভরতা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ।অর্থনীতিবিদ মো. মাজেদুল হক বলেন,“এই বাজারগুলো বাংলাদেশের জন্য কখনোই স্থায়ী নয়। কারণ আমাদের শ্রম আইন, মানবাধিকার, গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিয়ে বরাবরই প্রশ্ন তোলে তারা।”

তিনি আরও বলেন, “ভারত ও পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হলে তা রফতানিতে নতুন দিগন্ত খুলে দিতে পারে।”

তৈরি পোশাক শিল্প বাংলাদেশের রফতানি আয়ের প্রধান ভিত্তি হলেও, সাম্প্রতিক সংকেতগুলো আশঙ্কাজনক। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, রাজনৈতিক শর্ত, অতিরিক্ত শুল্ক—সবকিছু মিলিয়ে এই খাত এখন নতুন করে ভাবনার সময়ের মধ্যে রয়েছে। বাজার বৈচিত্র্য এবং দৃঢ় দর-কৌশলই হতে পারে উত্তরণের পথ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে