ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Sharenews24

বাগদানের পরই বিয়ের দিন জানিয়ে দিলেন ইশরাকের হবু স্ত্রী

২০২৫ অক্টোবর ১১ ১৬:৪৭:৫০
বাগদানের পরই বিয়ের দিন জানিয়ে দিলেন ইশরাকের হবু স্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ব্যারিস্টার নুসরাত খান পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) ঢাকার বারিধারায় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ছোট পরিসরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

নুসরাত খান বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে বাগদানের খবর জানিয়ে সবার দোয়া কামনা করেন ব্যারিস্টার নুসরাত। একই সঙ্গে জানান বিয়ের সম্ভাব্য সময়ও।

তিনি লেখেন,“আনন্দের সঙ্গে জানাচ্ছি, গতকাল বারিধারায় আমাদের বাসভবনে এক ছোট্ট পারিবারিক অনুষ্ঠানে আমার সঙ্গে জনাব ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে। আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমাদের সঙ্গে থাকুক।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে