ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Sharenews24

ট্রাইব্যুনালে জবানবন্দিতে যা বললেন উপদেষ্টা আসিফ

২০২৫ অক্টোবর ১১ ১৮:১৯:৪৪
ট্রাইব্যুনালে জবানবন্দিতে যা বললেন উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ড মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় সংঘটিত ঘটনাগুলো সম্পর্কে তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

শুক্রবার ফেসবুকে তাঁর verified অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেছেন,“চানখাঁরপুল এলাকায় সেদিন আমরা ৪০০–৫০০ জন আন্দোলনকারী অবস্থান করছিলাম। পুলিশের গুলিতে একের পর এক মানুষ আহত হতে দেখলাম। আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। সেখানে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, শটগান ও চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি চালায়।”

তিনি আরও দাবি করেন, তার সামনে দুই জন আন্দোলনকারী গুলিতে নিহত হয়। পরে তিনি জানতে পারেন ওই দিনে আনাস, ইসমামুল ও ইয়াকুবসহ ছয় জন নিহত হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, এক সপ্তাহের মধ্যে বেশ কিছু ঘটনার চূড়ান্ত ঘোষণা হবে।

তিনি বলেন,“আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত গুমের কিছু মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহেই দাখিল করা হবে। ফরমাল চার্জ দাখিল ও বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাচ্ছে।”

গুমের মামলাসমূহকে “জটিল” বলেও উল্লেখ করেন তাজুল ইসলাম, এবং প্রত্যেকটি মামলার খুঁটিনাটি বিষয় যাচাই করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে