ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Sharenews24

সুইডেন-ফিনল্যান্ড-ডেনমার্কে বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি সুযোগ

২০২৫ অক্টোবর ১১ ১৪:১১:৩৫
সুইডেন-ফিনল্যান্ড-ডেনমার্কে বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি সুযোগ

নিজস্ব প্রতিবেদক : উত্তর ইউরোপের দেশগুলোর শিক্ষার্থীদের জন্য নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬ নিয়ে এসেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করতে আগ্রহী মাস্টার্স, পিএইচডি এবং পোস্টডক্টরাল গবেষকদের জন্য এটি একটি আন্তর্জাতিক বৃত্তি।

বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত গবেষকরা নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে এক মাস গবেষণা করার সুযোগ পাবেন। নাগরিকত্ব নির্বিশেষে এই বৃত্তিতে আবেদন করা যাবে। মূল লক্ষ্য হলো আফ্রিকা-বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলের সক্ষমতা বৃদ্ধি এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক গঠন।

বৃত্তির সুবিধাসমূহ:

বাসস্থানের শহর থেকে আপসালা পর্যন্ত কম খরচের ইকোনমি ক্লাস বিমানের টিকিট এবং ফেরত যাত্রার খরচ বহন।

আপসালার কেন্দ্রীয় এলাকায় বিনামূল্যে থাকার ব্যবস্থা।

ইনস্টিটিউটের যৌথ অফিসে ডেস্ক ও কম্পিউটার সুবিধা।

ফ্রি ফটোকপি সুবিধা (সর্বোচ্চ ১,০০০ কপি)।

প্রতিদিনের জন্য ৪০০ সুইডিশ ক্রোনার (SEK) ভাতা প্রদান।

যোগ্যতার শর্তাবলি:

আবেদনকারীকে অবশ্যই সামাজিক বিজ্ঞান বা মানবিক বিষয়ে মাস্টার্স, পিএইচডি বা পোস্টডক্টরাল গবেষক হতে হবে।

সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক বা আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে হবে।

গবেষণার বিষয়বস্তু অবশ্যই আফ্রিকা-কেন্দ্রিক হতে হবে, যেমন আফ্রিকার সমাজ, রাজনীতি, ইতিহাস ইত্যাদি।

নাগরিকত্ব বা জাতীয়তা কোনও বাধা নয়।

আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র:

গবেষণা বা পড়াশোনার প্রজেক্টের সংক্ষিপ্ত বিবরণ (Outline)।

কাজের পরিকল্পনা (Work plan)।

সিভি, প্রকাশনা তালিকা (যদি থাকে)।

একটি সমর্থন পত্র (Support Letter)।

আবেদন প্রক্রিয়া:

১. অনলাইনে আবেদন করতে হবে।

২. অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ ও প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

৩. তথ্য সঠিকভাবে যাচাই করে আবেদন জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১২ অক্টোবর ২০২৫।

নর্ডিক স্কলারশিপ প্রোগ্রামটি আফ্রিকা বিষয়ক গবেষণায় আগ্রহীদের জন্য আন্তর্জাতিক মানের গবেষণা পরিবেশ এবং অর্থনৈতিক সহায়তা প্রদান করছে। যারা আফ্রিকান স্টাডিজে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি এক দুর্দান্ত সুযোগ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে