ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Sharenews24

হিটলিস্টে হাসিনা, রুমিন, জারা – জানুন বিস্তারিত পরিসংখ্যান!

২০২৫ অক্টোবর ০৮ ১৮:৫৫:৪২
হিটলিস্টে হাসিনা, রুমিন, জারা – জানুন বিস্তারিত পরিসংখ্যান!

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের নারী নেতাদের ঘিরে অপপ্রচারের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে দেশের সাতটি রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের ২৫ জন নারী নেত্রীকে নিয়ে অন্তত ২৩৭টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য (গুজব) ছড়ানো হয়েছে।

সবচেয়ে বেশি অপপ্রচারের শিকার:

শেখ হাসিনা — ক্ষমতাচ্যুত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী

ডা. তাসনিম জারা — এনসিপি নেত্রী ও চিকিৎসক

রুমিন ফারহানা — বিএনপি নেত্রী

সৈয়দা রিজওয়ানা হাসান — পরিবেশ আন্দোলনকর্মী ও উপদেষ্টা

রিউমর স্ক্যানার জানায়,“সামাজিক যোগাযোগমাধ্যমে নারী নেত্রীদের ছবি, নাম ব্যবহার করে ভুয়া বক্তব্য, এডিট করা ভিডিও এবং এআই-জেনারেটেড কনটেন্ট ছড়ানো হচ্ছে। অনেক ক্ষেত্রেই এসব বিভ্রান্তিকর তথ্য প্রতিষ্ঠিত গণমাধ্যমের লোগো ব্যবহার করে ছড়ানো হচ্ছে, যেন তা বিশ্বাসযোগ্য মনে হয়।”

পরিসংখ্যান ও বিশ্লেষণ:

শেখ হাসিনাকে ঘিরে গুজবের সংখ্যা: ১৪৮টি

এসব গুজবের মধ্যে প্রায় ৮৮% ছিল ইতিবাচক বার্তা, যা তাকে সমর্থনের প্রচার বলে চিহ্নিত

সবচেয়ে প্রচলিত অপতথ্য ছিল পুরোনো ভিডিও ক্লিপকে নতুন ঘটনা হিসেবে প্রচার করা—যার পরিমাণ ছিল মোট গুজবের ২৯%।

আওয়ামী লীগ সংশ্লিষ্ট নারী নেত্রীদের নিয়েই সবচেয়ে বেশি অপপ্রচার ছড়ানো হয়েছে: ১৮৮টি গুজব

রিপোর্টে বলা হয়,“এই ধরণের অপতথ্য নারী রাজনীতিকদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করছে এবং গণপরিসরে নারীদের অংশগ্রহণের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে