ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Sharenews24

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট অবতরণের সময় চাকার ভেতরে শিয়াল

২০২৫ অক্টোবর ১১ ১৫:২৪:১২
শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট অবতরণের সময় চাকার ভেতরে শিয়াল

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় শ্রীলঙ্কা থেকে আসা ফিস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটের চাকার ভেতরে শিয়াল ঢুকে যায়। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। শুক্রবার (১১ অক্টোবর) রাত ২টার কিছু পরে এই ঘটনা ঘটে।

বিমানবন্দর সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রাত ২টার পর শ্রীলঙ্কা থেকে আসা ফিস্ট এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি অবতরণ করে। উড়োজাহাজে দুইশ’র বেশি যাত্রী ছিলেন। রানওয়ে থেকে আসার সময় ফ্লাইটটির চাকার ভেতরে হঠাৎ একটি শিয়াল ঢুকে যায়। পরে পাইলটের দক্ষতায় ফ্লাইট থামিয়ে শিয়ালটিকে বের করে রানওয়ে থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে