ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Sharenews24

মেসির ফোন নম্বর চেয়েছে বলিউড সেলিব্রিটির পুত্র

২০২৫ অক্টোবর ১১ ১১:৫৪:২০
মেসির ফোন নম্বর চেয়েছে বলিউড সেলিব্রিটির পুত্র

নিজস্ব প্রতিবেদক : বলিউডের জনপ্রিয় জুটি কারিনা কাপুর ও সাইফ আলি খানের পুত্র তৈমুর আলি খান মূলত খেলাধুলার প্রতি প্রবল আগ্রহী। এমনকি মায়ের কাছ থেকে বিরাট কোহলি বা লিওনেল মেসির ফোন নম্বর চাইতেও তিনি অনুরোধ করেছেন।

সম্প্রতি কারিনা তাঁর ননদ সোহা আলি খান-এর পডকাস্ট ‘অল অ্যাবাউট হার’-এ এসব মজার তথ্য শেয়ার করেন। তিনি জানান, তৈমুর অভিনয়ে আগ্রহী নয়, বরং বাবার সঙ্গে খেলাধুলা করাই তার প্রিয় কাজ।

কারিনা বলেন, “স্কুলে যখন ‘ড্রামা’ বা অভিনয়ের ক্লাসের তালিকা আসে, তৈমুর তা পছন্দ করে না। সে রান্না শেখার কথা ভাবেছিল কারণ দেখে বাবাও রান্না করেন।”

তৈমুরের অভিনয়ের প্রতি অনাগ্রহের কারণ জিজ্ঞেস করলে কারিনা জানান, “তৈমুর এখনও ছোট, তাই অভিনেতা-অভিনেত্রীদের বিষয়ে তার ধারণা কম। সে শুধুমাত্র ক্রিকেট খেলোয়াড়দের প্রতি আগ্রহী। যেমন—রোহিত শর্মা, বিরাট কোহলি ও লিওনেল মেসি। এমনকি মেসির ফোন নম্বর চেয়েছে।”

তৈমুরের ক্রিকেটের প্রতি প্রেম তার বাবা সাইফ আলি খানের সঙ্গে শেয়ার করে। তারা প্রায়ই ক্রিকেট নিয়ে আলোচনা করেন, যেখানে তৈমুরের দাদার নামও উঠে আসে, যিনি একজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন।

সাইফের বাবা মনসুর আলি খান পাতৌদি ছিলেন একজন ডানহাতি ব্যাটসম্যান ও মিডিয়াম পেস বোলার। ১৬ বছর বয়সে ১৯৫৭ সালে তিনি সাসেক্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন এবং পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধিনায়কও হন।

সাইফ আলি খান ও কারিনা কাপুর ২০১২ সালে বিবাহিত হন এবং তাদের দুই সন্তান—তৈমুর ও জেহ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে