ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
Sharenews24

বাংলাদেশকে সুখবর দিল বিশ্বব্যাংক

২০২৫ অক্টোবর ০৭ ১৭:০১:৩২
বাংলাদেশকে সুখবর দিল বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা গত অর্থবছরের ৩.৯৭ শতাংশের থেকে বেশ উন্নত।

মূল্যস্ফীতি কমে আসা এবং ব্যক্তিখাতের ভোগব্যয়ের বৃদ্ধিই এ প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে। তবে রাজনৈতিক অনিশ্চয়তা এবং ব্যাংক খাতের দুর্বলতার কারণে বিনিয়োগে কিছু বাধা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ (৭ অক্টোবর) প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক বিশ্বব্যাংকের প্রতিবেদনে এই পূর্বাভাস জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রবৃদ্ধির ধারা আগামী অর্থবছরেও অব্যাহত থাকতে পারে।

গত সপ্তাহে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) জানিয়েছিল, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৫ শতাংশে পৌঁছতে পারে।

এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যঁ পেম বলেছেন, “বাংলাদেশকে এলডিসি (কম আয়ের দেশ) থেকে উত্তরণে জোরেশোরে প্রস্তুতি নিতে হবে। এই উত্তরণে অনেক সুবিধা রয়েছে এবং সরকারকে এ ব্যাপারে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। বেসরকারি খাতকে শক্তিশালী করে তুলতেও মনোযোগ দেওয়া জরুরি।”

বিশ্বব্যাংকের মতে, বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ কাঠামোর মধ্যে বাংলাদেশ এখনও প্রতিযোগিতামূলক অবস্থানে থাকবে। রপ্তানিও শক্তিশালী থাকবে। তবে আমদানি স্বাভাবিক হলে চলতি হিসাব ঘাটতির দিকে ফিরে যাওয়ার শঙ্কা রয়েছে।

অন্যদিকে, সংস্কারের ফলে রাজস্ব আয় বাড়ায় বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে থাকবে বলে ধারণা করা হচ্ছে। আগামী অর্থবছরে সরকারি ঋণ জিডিপির ৪১.৭ শতাংশে পৌঁছাবে।

বিশ্বব্যাংক আশঙ্কা প্রকাশ করেছে যে, ব্যাংক খাতের দুর্বলতা, জাতীয় নির্বাচনজনিত রাজনৈতিক অস্থিরতা এবং সংস্কার কার্যক্রমে বিলম্ব অর্থনীতির জন্য ঝুঁকি হয়ে থাকতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে