ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Sharenews24

বাংলাদেশি পাসপোর্টই মাটিতে ছুঁড়ে ফেলল ইসরায়েলি সৈন্যরা

২০২৫ অক্টোবর ১১ ১৫:৫২:৫৫
বাংলাদেশি পাসপোর্টই মাটিতে ছুঁড়ে ফেলল ইসরায়েলি সৈন্যরা

নিজস্ব প্রতিবেদক : আলোকচিত্রী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে শনিবার ভোর দেশে ফিরে এসেছেন। অনলাইন সূত্র ও বিমানবন্দরের উপস্থিত ব্যক্তিদের জানানোর কথা অনুযায়ী, তিনি টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ভোর ৪:৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সকাল সাড়ে পাঁচটার দিকে ভিআইপি ফটক দিয়ে বের হন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা; উপস্থিতরা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন।

শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর সহিংসতার শিকার হওয়া গুণে নিজের অনুভূতি বর্ণনা করে বলেন, তিনি শারীরিক নির্যাতন সম্পর্কে বিস্তারিত বলতে চান না; সবচেয়ে বেশি আঘাত পান যখন তার বাংলাদেশি পাসপোর্ট দেখার পর ইসরায়েলি সৈন্যরা সেটি মাটিতে ছুঁড়ে ফেলেছিল। তিনি বলেন, “এ অপমানের বিচার আমাদের আদায় করতে হবে।”

আটকের সময় ও কারাবাসের অভিজ্ঞতা উল্লেখ করে শহিদুল বলেন, “আমাদের ওপর নির্যাতন করা হয়েছে; তখন কঠিন সময় কাটিয়েছি। তবু গাজাবাসীর ওপর যা ঘটছে তার সাথে আমাদের কষ্ট কিছুই নয়। যতক্ষণ গাজা মুক্ত হবে না ততক্ষণ আমাদের সংগ্রাম চলবে।”

দেশ প্রত্যাবর্তনে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন—টার্কিশ এয়ারলাইন্স তাঁদের দেশে আনার ব্যবস্থার জন্য এবং বাংলাদেশের সরকারের কূটনৈতিক সহায়তার জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও বলেছেন, অনেকেই ফ্লোটিলায় যেতে পারেননি; যারা গেছেন তাদের উদ্যোগ ধরে আরও হাজার ফ্লোটিলা গাজা সাহায্যে প্রয়োজন বলে ধারণা ব্যক্ত করেছেন।

শহিদুল আলম একজন স্বতন্ত্র আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী; তিনি গাজার পক্ষে উদ্যোগী ফ্লোটিলা অভিযানে অংশ নিতে গিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক হন। এ অভিযানে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীও অংশ নেন এবং এক পর্যায়ে তাদের কয়েকজনকে আটক করে কারাগারে নেওয়া হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে