ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Sharenews24

শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত মাদ্রাসাছাত্র মাহবুব

২০২৫ অক্টোবর ১১ ১৩:২৯:৫৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত মাদ্রাসাছাত্র মাহবুব

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার—যা শিশুদের ‘নোবেল’ হিসেবেই পরিচিত—সে মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার মাদ্রাসাছাত্র মাহবুব আল হাসান (১৭)। পরিবেশ, জলবায়ু সচেতনতা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবায় তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য নেদারল্যান্ডসভিত্তিক KidsRights Foundation এ মনোনয়ন দিয়েছে।

মাহবুব ২০২২ সালে কিশোরগঞ্জ আহমাদু জুবাইদা দাখিল মাদ্রাসা থেকে দাখিল এবং ২০২৪ সালে হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেন। বর্তমানে তিনি উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তিনি কিশোরগঞ্জের শোলাকিয়ার আব্দুল্লাহ আল হাছান ও দিলোয়ারা খাতুন দম্পতির সন্তান।

গত তিন বছর ধরে মাহবুব নেতৃত্ব দিচ্ছেন নিজ প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন The Change Bangladesh-কে। এই সংগঠনের মূল লক্ষ্য শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরি করা। তার উদ্যোগে হাওর অঞ্চলে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা এবং দরিদ্র শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ চলছে।

শুধু শিক্ষা বা পরিবেশ নয়, মাহবুবের উদ্যোগে ‘ব্লাড খুঁজি’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম গড়ে উঠেছে, যার মাধ্যমে অসুস্থ শিশুদের জন্য জরুরি রক্ত সংগ্রহের ব্যবস্থা করা হয়। এই প্ল্যাটফর্ম দ্রুততম সময়ে রক্তদাতাদের সঙ্গে রোগীর পরিবারের সংযোগ তৈরি করে দেয়।

নিজের প্রতিক্রিয়ায় মাহবুব বলেন,“শিশুরাই ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎকে নিরাপদ রাখতে কাজ করাটা আমার দায়িত্ব, বরং প্রতিজ্ঞা। আমি বিশ্বাস করি—সচেতন প্রজন্মই পৃথিবী বদলাতে পারে।”

তিনি আরও বলেন,“এই আন্তর্জাতিক স্বীকৃতি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেবে। আমি চাই বাংলাদেশের প্রত্যন্ত হাওর অঞ্চল থেকে শুরু করে শহরের প্রতিটি শিশুই যেন সমান সুযোগ, শিক্ষা ও নিরাপত্তা পায়।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে