ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Sharenews24

রাজধানীর আরও বেশ কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

২০২৫ অক্টোবর ১১ ১৬:৫১:৪৬
রাজধানীর আরও বেশ কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জনশৃঙ্খলা রক্ষায় সকল ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে। রোববার (১২ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

শনিবার (১১ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজধানীর নিম্নোক্ত এলাকাগুলোতে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, গণজমায়েত ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে:

প্রধান বিচারপতির সরকারি বাসভবন

বিচারপতি ভবন

জাজেস কমপ্লেক্স

বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রধান গেট

মাজার গেট

জামে মসজিদ গেট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (১ ও ২) প্রবেশ গেট

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকা

ডিএমপি জানায়, জনসাধারণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও যান চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে (৬ অক্টোবর) ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তার স্বার্থে এবং জনশৃঙ্খলা রক্ষায় রাজধানীর আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল। ওই নিষেধাজ্ঞার আওতায় ছিল:

বাংলাদেশ সচিবালয় এলাকা

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও আশপাশের এলাকা

হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং

কাকরাইল মসজিদ ক্রসিং

অফিসার্স ক্লাব ক্রসিং

মিন্টো রোড ক্রসিং

ডিএমপি জানিয়েছে, কোনো দাবি-দাওয়া বা প্রতিবাদ কর্মসূচির নামে হঠাৎ সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানানো হচ্ছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে