ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Sharenews24

বাংলাদেশিসহ সব বিনিয়োগকারীদের সুখবর দিল মালয়েশিয়া 

২০২৫ অক্টোবর ১১ ১২:০১:০৭
বাংলাদেশিসহ সব বিনিয়োগকারীদের সুখবর দিল মালয়েশিয়া 

নিজস্ব প্রতিবেদক : বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে মালয়েশিয়া সরকার এক নতুন ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (১১ অক্টোবর) ২০২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় জানিয়েছেন, বাংলাদেশিসহ সকল বিদেশি বিনিয়োগকারীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ট্রাভেল পাসের মেয়াদ ৬ মাস থেকে বৃদ্ধি করে ১২ মাস করা হয়েছে।

মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (এমআইডিএ) এখন শুধুমাত্র আবেদন গ্রহণের অপেক্ষায় থাকবেনা, বরং আরও সক্রিয়ভাবে সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছে এই বিশেষ পাসের সুবিধাগুলো তুলে ধরবে। বিশেষত ইলেকট্রনিক ও বৈদ্যুতিক শিল্পে বিনিয়োগে আগ্রহী বহুজাতিক কোম্পানিগুলোর প্রতি জোর দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

এছাড়াও, ‘রেসিডেন্স পাস–ট্যালেন্ট ফাস্ট ট্র্যাক স্কিম’ আগের মতই চালু থাকবে। এই স্কিমের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা তাদের আনা দক্ষ পেশাজীবীদের তিন বছর পর্যন্ত মালয়েশিয়ায় অ্যামপ্লয়মেন্ট পাস ছাড়াই কাজ করার সুযোগ দিতে পারবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে