ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন: প্রেস সচিব

২০২৫ অক্টোবর ১০ ২১:০০:৩৮
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের অন্তর্বর্তী সরকার নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। সরকার ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছে এবং এই প্রক্রিয়ায় যত সংশয় ছিল, তা সব ধুয়ে-মুছে গেছে। তিনি বলেন, “এবার জাতি নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।”

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রেস সচিব বলেন, জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। তিনি আশ্বাস দেন, খুব দ্রুত রাজনৈতিক দলগুলো বসে এই বিষয় চূড়ান্তভাবে ঠিক করবে।

তিনি আরও জানান, আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ সইয়ের ঘোষণা এসেছে। সই হওয়ার পর দেশের সব রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। ইতিমধ্যেই কিছু দল মনোনয়ন ঘোষণা করেছে। শফিকুল আলম বলেন, “বাংলাদেশ সুস্থধারার রাজনীতির মাধ্যমে নতুন যাত্রা শুরু করবে।”

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে