ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Sharenews24

বিএনপির সবুজ সংকেত পেলেন যেসব হেভিওয়েট মিত্র নেতা

২০২৫ অক্টোবর ১১ ১৩:৪৫:৪৫
বিএনপির সবুজ সংকেত পেলেন যেসব হেভিওয়েট মিত্র নেতা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন ভাগাভাগি নিয়ে বিএনপি ও তাদের মিত্রদের মধ্যে চলছে দফায় দফায় আলোচনা। দলটি এবার সর্বোচ্চ ৪০টি আসন শরিকদের ছাড় দিতে পারে বলে জানা গেছে। যদিও মিত্ররা ২১৭টি আসনের জন্য প্রার্থী তালিকা জমা দিয়েছে।

মিত্রদের আসন চাহিদা:

গণতন্ত্র মঞ্চ: ১৩৮

১২ দলীয় জোট: ২১

জাতীয়তাবাদী সমমনা জোট: ৯

এলডিপি: ১৩

জাতীয় পার্টি (বিজেপি): ৫

গণফোরাম: ১৫

লেবার পার্টি: ৬

এনডিএম: ১০

বিএনপি সূত্র জানায়, ২০১৮ সালের নির্বাচনে ৫৮টি আসন ছাড় দেওয়া হলেও এবার জামায়াতকে বাইরে রেখে জনপ্রিয়তার ভিত্তিতে শরিকদের কিছু আসনে ছাড় দেওয়া হবে। বিএনপির কয়েকটি টিম ইতোমধ্যে প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করছে।

যাদের ‘সবুজ সংকেত’ মিলতে পারে:

মোস্তফা জামাল হায়দার (পিরোজপুর-১) – জাতীয় পার্টি (জাফর)

শাহাদাত হোসেন সেলিম (লক্ষ্মীপুর-১) – এলডিপি

সৈয়দ এহসানুল হুদা (কিশোরগঞ্জ-৫) – বাংলাদেশ জাতীয় দল

মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২) – নাগরিক ঐক্য

জোনায়েদ সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬) – গণসংহতি আন্দোলন

সুব্রত চৌধুরী (ঢাকা-৬) – গণফোরাম

ববি হাজ্জাজ (ঢাকা-১৩) – এনডিএম

আন্দালিব রহমান পার্থ (ঢাকা-১৭) – বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)

অধ্যাপক ওমর ফারুক (চট্টগ্রাম-১৪) – এলডিপি

ড. রেদোয়ান আহমেদ (কুমিল্লা-৭) – এলডিপি

ড. ফরিদুজ্জামান ফরহাদ (নড়াইল-২) – এনপিপি

তারেক রহমান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজপথে একসঙ্গে থাকা দলগুলোকে সঙ্গে নিয়েই রাষ্ট্র পুনর্গঠনের পরিকল্পনা বিএনপির।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “শরিকদের এমন আসনেই ছাড় দেওয়া হবে যেখানে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে।”

গণতন্ত্র মঞ্চ ইতোমধ্যে ১৩৮টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম, লেবার পার্টি, এলডিপি, বিজেপি ও এনডিএম প্রত্যাশিত আসনের তালিকা বিএনপির কাছে দিয়েছে।অনেক দলের নেতারা সরাসরি লন্ডনে গিয়ে তারেক রহমানের কাছে তালিকা হস্তান্তর করেছেন।

তবে বিএনপি সাফ জানিয়ে দিয়েছে, যেসব আসনে তারা শক্তিশালী ও জনপ্রিয়, সেসব আসন শরিকদের দেওয়া হবে না। আলোচনা এখনও চলমান।

বিএনপি শরিকদের জন্য ৪০টি আসন ছাড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। চূড়ান্ত তালিকা আসছে নির্বাচনের তফসিলের পর। যারা আসন পাবেন না, তাদের ‘মূল্যায়ন’ হতে পারে সংসদের উচ্চকক্ষে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে