ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Sharenews24

শান্তিতে নোবেলের জন্য মনোনীত হওয়া বাংলাদেশি মুনাজিয়ার পরিচয়

২০২৫ অক্টোবর ১১ ১৫:৫৮:২২
শান্তিতে নোবেলের জন্য মনোনীত হওয়া বাংলাদেশি মুনাজিয়ার পরিচয়
শান্তিতে নোবেলের জন্য মনোনীত হওয়া বাংলাদেশি মুনাজিয়ার পরিচয়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাজশাহী জেলার ১৭ বছর বয়সী কিশোরী মুনাজিয়া স্নিগ্ধামনকে শান্তিতে শিশুদের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার খবর তুলে ধরা হয়েছে।

মুনাজিয়া স্নিগ্ধামন যৌন হয়রানি, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং সাইবার বুলিংয়ের ঝুঁকিতে থাকা মেয়েদের অধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। রাজশাহী মহিষবাধন এলাকায় জন্মগ্রহণ করা মুন ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে "সারভাইভারস পাথ" (Survivor's Path) নামে একটি অলাভজনক সংগঠন শুরু করেছেন।

এই সংগঠনটি যৌন সহিংসতা, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং সাইবার বুলিং প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকে। মুনের উদ্যোগে মেয়েরা আত্মরক্ষার প্রশিক্ষণ পায় এবং তারা মানসিক ও আইনি সহায়তা লাভ করে।

মুন পরিচালিত কর্মশালাগুলোর মাধ্যমে প্রায় ১০,০০০ এর বেশি শিক্ষার্থীর কাছে বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা থেকে সুরক্ষা এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা পৌঁছেছেন। বিশেষ করে কিশোরীদের জন্য অনিরাপদ পরিস্থিতি শনাক্তকরণের কৌশল শেখানো হয় এবং সহপাঠীদের একে অপরকে সহায়তা করার জন্য উৎসাহিত করা হয়।

এছাড়া, মুন ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন। তিনি স্বেচ্ছাসেবক সংগ্রহ, জনসম্পৃক্ততা বাড়ানো এবং সচেতনতা ছড়িয়ে দিতে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে কাজ করছেন। "সারভাইভারস পাথ" শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি সামাজিক আন্দোলন। মুনের বিশ্বাস, কেউ একা লড়বে না, সবাইকে এগিয়ে আসতে হবে এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে হবে।

কিডস রাইটস (KidsRights) সংগঠন ১২ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রদান করে থাকে। শিশু অধিকার প্রতিষ্ঠা এবং সুরক্ষায় কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়, যা অনেকেই শিশুদের নোবেল হিসেবে অভিহিত করেন। ২০০৫ সালে রোমে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের সম্মেলন থেকে এই পুরস্কার চালু হয়।মুনাজিয়া স্নিগ্ধামনের কাজ শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বব্যাপী নারীর অধিকার ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে