ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Sharenews24

৫ ধরণের মানুষ চুলে তেল লাগালে চুল পড়ে যায়

২০২৫ অক্টোবর ১১ ১৮:৪৪:৫৫
৫ ধরণের মানুষ চুলে তেল লাগালে চুল পড়ে যায়

নিজস্ব প্রতিবেদক : চুলে তেল দেওয়া অনেকের কাছে প্রাকৃতিক যত্নের অংশ হলেও, বিশেষজ্ঞরা সতর্ক করছেন— সব ধরনের ত্বক ও চুলে তেল দেওয়া সব সময় উপকারী নাও হতে পারে। বরং ভুলভাবে তেল ব্যবহার করলে চুল পড়া বেড়ে যেতে পারে।

কারা তেল দেওয়া এড়িয়ে চলবেন?

খুশকি আছে যাদের

তেল খুশকির স্তরকে আরও আঠালো করে তোলে, ফলে বাড়ে চুলকানি, প্রদাহ ও চুল পড়া। বরং চিকিৎসা-নির্ভর শ্যাম্পু ব্যবহার করা উচিত।

তৈলাক্ত মাথার ত্বক

তেল ময়লা ও ঘাম আটকে রাখে, ফলে স্ক্যাল্পে দুর্গন্ধ, চুলকানি ও চুল পড়া হয়। তবে চুলের প্রান্তে সামান্য তেল ব্যবহার করা যেতে পারে।

ব্রণ বা ফোঁড়া হলে

তেল ছিদ্র বন্ধ করে সংক্রমণের ঝুঁকি বাড়ায়। এতে ব্যথা, প্রদাহ এবং চুলের গোড়ার ক্ষতি হতে পারে।

অতিরিক্ত চুল পড়া

যদি চুল পড়া অস্বাভাবিক হারে হয়, তেল না দিয়ে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উত্তম। কারণ এর পেছনে হরমোন বা স্ক্যাল্প ইনফেকশন থাকতে পারে।

শুষ্ক চুল ও স্বাভাবিক স্ক্যাল্প

সপ্তাহে ১-২ বার হালকা গরম নারকেল, বাদাম বা ক্যাস্টর অয়েল ম্যাসাজ করলে চুলে আর্দ্রতা ও উজ্জ্বলতা বাড়ে। তবে ১-২ ঘণ্টার মধ্যেই চুল ধুয়ে ফেলুন।

তেল ব্যবহারে করণীয় ও বর্জনীয়

✅ হালকা হাতে তেল ম্যাসাজ করুন

✅ নতুন তেল ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করুন

✅ রাতে তেল দিয়ে ঘুমানোর বদলে দিনে লাগিয়ে ধুয়ে ফেলুন

✅ সব সময় মাথার ত্বক ও চুলের চাহিদা অনুযায়ী তেল ব্যবহার করুন

তেল সবার জন্য নয়। আপনার চুল ও স্ক্যাল্প বুঝে তবেই তেল ব্যবহার করুন। খুশকি, ব্রণ বা অতিরিক্ত চুল পড়া হলে চিকিৎসা ছাড়া তেল ব্যবহার ক্ষতিকর হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে