ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Sharenews24

গাজা রক্ষায় গিয়ে যা যা ভোগ করলেন শহিদুল আলম ও ক্যাপ্টেন

২০২৫ অক্টোবর ১১ ১১:৩৮:৪৯
গাজা রক্ষায় গিয়ে যা যা ভোগ করলেন শহিদুল আলম ও ক্যাপ্টেন

নিজস্ব প্রতিবেদক : ভূমধ্যসাগর হয়ে গাজার দিকে যাত্রা করা ‘ফ্রিডম ফ্লোটিলা’র সবচেয়ে বড় জাহাজ ‘দ্য কনশায়েন্স’-এর ক্যাপ্টেন মেডেলেইন হাবিবকে অনির্দিষ্টকালের জন্য আটক করেছে ইসরায়েল। অস্ট্রেলীয় এই নারী নাবিককে একটি মুচলেকায় সই করতে অস্বীকৃতি জানানোয় মরুভূমির কুখ্যাত কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

কারাগারে মানসিক আঘাত, অমানবিক খাবার

হাবিবকে ইসরায়েলি কারাগারে বাসি রুটি ও খয়েরি পানি খেতে দেওয়া হয়েছে বলে জানা গেছে। শারীরিক নির্যাতন না হলেও মানসিক আঘাত পেয়েছেন তিনি। বৃহস্পতিবার কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার কনস্যুলেট কর্মকর্তারা। এখন পর্যন্ত তাকে মুক্তি দেওয়ার কোনো উদ্যোগে সম্মতি দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

শহিদুল আলম দেশে ফিরেছেন, বিশ্বব্যাপী সাড়া

এদিকে, একই নৌবহরে থাকা বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে কারামুক্ত করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইট। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান স্ত্রী রেহনুমা আহমেদ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব, আলোকচিত্রী মুনেম ওয়াসিফসহ অনেকে।

গাজার মানুষের পাশে থাকার অঙ্গীকার

দেশে ফিরে শহিদুল আলম বলেন,"বাংলাদেশের মানুষের ভালোবাসাই আমাকে ফিরিয়ে এনেছে। তবে মনে রাখতে হবে, গাজার মানুষ এখনও মুক্ত নয়। আমাদের কাজ শেষ হয়নি।"

তিনি আরও বলেন,"আমি যেতে পেরেছি, অনেকে পারেনি। আমাদের মতো আরও হাজার ফ্লোটিলা গাজার উদ্দেশে রওনা হওয়া দরকার, যতদিন না ফিলিস্তিন স্বাধীন হয়।"এই বক্তব্য ডৃক-এর ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

আটকের প্রেক্ষাপট: গাজা অভিমুখে আন্তর্জাতিক ফ্লোটিলা অভিযান

‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর অংশ হিসেবে গাজার দিকে রওনা হয়েছিল ‘দ্য কনশায়েন্স’। এতে ১৪০ জনেরও বেশি সাংবাদিক, চিকিৎসক, মানবাধিকারকর্মী ও সমাজকর্মী ছিলেন। লক্ষ্য ছিল ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় চলমান নৌ অবরোধ ভাঙা।

নৌবহরে অংশ নেওয়া শহিদুল আলম ছিলেন ‘দৃক’ ও ‘পাঠশালা’ প্রতিষ্ঠানের কর্ণধার। নাগরিক অধিকার ও মিডিয়ার স্বাধীনতা বিষয়েও তিনি আন্তর্জাতিক পরিসরে পরিচিত মুখ।

‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ ও হামলার বিবরণ

নোবেল শান্তি পুরস্কারের দাবিদার মানবতাবাদী নাবিক ম্যাডেলিন হাবিবের নামানুসারে গঠিত ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ উদ্যোগের আটটি নৌযানও এই অভিযানে অংশ নেয়।

বুধবার (৯ অক্টোবর) ইসরায়েলি বাহিনী ওই বহরের ওপর হামলা চালিয়ে সব অধিকারকর্মী ও নাবিককে আটক করে। শহিদুলসহ অনেককে কেৎজিয়েত কারাগারে নেয়া হয়, যেটিকে ইসরায়েলের মরুভূমির কুখ্যাত কারাগার হিসেবে চিহ্নিত করা হয়।

বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতা ও তুরস্কের সহযোগিতা

শহিদুল আলমকে মুক্ত করতে বাংলাদেশ সরকার জর্ডান, মিসর ও তুরস্কের মাধ্যমে সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালায়।তার প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন শহিদুলের সহযোদ্ধা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ইস্তাম্বুল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মিজানুর রহমান। পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শহিদুল ঢাকার উদ্দেশে রওনা দেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে