ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Sharenews24

মাহফুজ আলমই হচ্ছেন ধানের শীষের কাণ্ডারি!

২০২৫ অক্টোবর ১১ ১১:০৭:১১
মাহফুজ আলমই হচ্ছেন ধানের শীষের কাণ্ডারি!

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হলেও বিভিন্ন দলের জোট গঠন ও প্রার্থিতার বিষয়ে এখনো চলছে নানা জল্পনা-কল্পনা। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের দুই প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্ভাব্য প্রার্থিতা ঘিরে রাজনৈতিক মহলে চলছে তীব্র আলোচনা।

সূত্র জানায়, স্থানীয় সরকারের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। অন্যদিকে, উপদেষ্টা মাহফুজ আলম বিএনপির মনোনয়ন পেতে পারেন বলে আভাস মিলেছে। সম্প্রতি মাহফুজ আলমের বাবা নিজ ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এই সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

তবে মাহফুজ আলমের বাবা জানিয়েছেন, এখনও পর্যন্ত পরিবার থেকে নির্বাচন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাঁর ভাষায়, “সন্তান কোথা থেকে বা কোন দলের হয়ে নির্বাচন করবে, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। পরিবার থেকে কোনো চাপ প্রয়োগ করা হবে না।”

এদিকে, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট গঠনের আলোচনা তুঙ্গে। বিএনপি ও জামায়াত ইতোমধ্যে এনসিপির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যাসিবাদবিরোধী সকল দলের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।

সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “গণতন্ত্রকামী যেকোনো দলকে সঙ্গে নিয়ে সরকার গঠনে প্রস্তুত বিএনপি।” বিশ্লেষকদের মতে, এই বক্তব্য বিএনপি-এনসিপি জোট গঠনের সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

তবে এখনও পর্যন্ত বিএনপি-এনসিপি জোট গঠনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন উভয় দলের শীর্ষ নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, এনসিপির সঙ্গে “সংস্কারমূলক আলোচনা” চলমান রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসিফ মাহমুদের সঙ্গে বিএনপির কিছু নেতার দ্বন্দ্ব এবং মাহফুজ আলমের পারিবারিক বিএনপি সংশ্লিষ্টতা এই দুই ছাত্র উপদেষ্টার রাজনৈতিক অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিএনপি-এনসিপি জোট বাস্তবায়ন না হলেও অন্তত একজন উপদেষ্টা বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেন বলে আভাস পাওয়া গেছে।

বর্তমানে নির্বাচনী রাজনীতির হিসাব-নিকাশে ব্যস্ত সময় পার করছেন দলের নীতিনির্ধারকেরা। ছাত্র আন্দোলনের মুখ থেকে উঠে আসা এনসিপিকে সঙ্গে নিয়ে মাঠে নামতে আগ্রহী বিএনপি, যা ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের রাজনৈতিক ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে