ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
Sharenews24

দেশীয় বীমার ভরসায় রপ্তানি: বাংলাদেশ ব্যাংকের 'গেম চেঞ্জিং' সার্কুলার

২০২৫ অক্টোবর ০৭ ২৩:১০:২৫
দেশীয় বীমার ভরসায় রপ্তানি: বাংলাদেশ ব্যাংকের 'গেম চেঞ্জিং' সার্কুলার

নিজস্ব প্রতিবেদক: দেশের রপ্তানি প্রক্রিয়াকে দ্রুততা ও স্বনির্ভরতার নতুন পথে নিয়ে যেতে বাংলাদেশ ব্যাংক একটি বিশাল ও যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে রপ্তানিকারকরা বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করেই দেশীয় বীমা কোম্পানির পেমেন্ট রিস্ক কভারেজ বা পেমেন্ট আন্ডারটেকিংয়ের বিপরীতে ওপেন অ্যাকাউন্ট (পদ্ধতিতে পণ্য রপ্তানি করতে পারবেন।

মঙ্গলবার (০৭ অক্টোবর), জারিকৃত এই নতুন সার্কুলারটি রপ্তানিকারক মহলে ব্যাপক স্বস্তি এনেছে। এটি বিদেশি নির্ভরতা কমানোর ক্ষেত্রে একটি সময়োপযোগী পদক্ষেপ।

এই নীতিগত পরিবর্তনের ফলে রপ্তানিকারকদের জন্য বাণিজ্যিক অর্থায়নের ক্ষেত্রে নমনীয়তা অনেক বেড়েছে। এতদিন পর্যন্ত ওপেন অ্যাকাউন্টে রপ্তানির জন্য শুধুমাত্র বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পেমেন্ট আন্ডারটেকিং গ্রহণ করা যেত।

কিন্তু এখন দেশীয় বীমা কোম্পানির মাধ্যমে ইস্যু করা বৈদেশিক মুদ্রাভিত্তিক বীমা পলিসির আওতায়ও একই পদ্ধতি অনুসরণ করা সম্ভব হবে। প্রক্রিয়াটি সহজ হওয়ায় এটি দেশের রপ্তানিকারকদের জন্য বিশেষ স্বস্তির খবর এবং এটি রপ্তানি কার্যক্রমকে আরও সরল করবে।

কেন্দ্রীয় ব্যাংক এই সুবিধা দিলেও দেশের আর্থিক নিরাপত্তা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুরক্ষিত রাখতে কঠোর শর্ত আরোপ করেছে। নতুন নীতিমালায় বলা হয়েছে, যদি রপ্তানি আয় নির্ধারিত সময়ে দেশে প্রত্যাবসিত না হয়, তবে বীমা কোম্পানিকে সেই বীমা দাবি অবশ্যই বৈদেশিক মুদ্রায় নিষ্পত্তি করতে হবে। এছাড়া, দেশীয় বীমা কোম্পানিগুলো প্রয়োজনে ঝুঁকি ব্যবস্থাপনার জন্য বিদেশ থেকে পুনর্বীমা (Reinsurance) নিতে পারবে। এই শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করবে যে, রপ্তানি প্রক্রিয়া সহজ হলেও দেশের অর্থনীতির ভিত্তির ওপর কোনো নেতিবাচক চাপ পড়বে না।

ব্যবসায়ী ও বিশ্লেষকরা এই নীতিগত পরিবর্তনকে দেশের রপ্তানি বাণিজ্যের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে দেখছেন। নতুন নির্দেশনা অনুযায়ী, স্থানীয় বীমা কভারেজের ভিত্তিতে ব্যাংকগুলো সংশ্লিষ্ট রপ্তানির বিপরীতে পোস্ট-শিপমেন্ট ফাইন্যান্সিং বা রপ্তানি-পরবর্তী অর্থায়নও করতে পারবে। এই পুরো প্রক্রিয়াটি বিদেশি প্রতিষ্ঠানের ওপর দেশের নির্ভরতা কমাবে, দেশীয় বীমা শিল্পের প্রসার ঘটাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো— আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানিকারকদের প্রতিযোগিতা করার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে জোরদার করবে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে