ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Sharenews24

ইশরাক হোসেনের বাগদান নিয়ে আলোচনায় দুই পরিবার

২০২৫ অক্টোবর ১১ ১৫:১৫:৪৬
ইশরাক হোসেনের বাগদান নিয়ে আলোচনায় দুই পরিবার

নিজস্ব প্রতিবেদক : বিএনপির নেতা ও প্রকৌশলী ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে হঠাৎ আয়োজিত এক অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ইশরাক হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ও টাঙ্গাইল-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে, ব্যারিস্টার নুসরাত খানের হাতে আংটি পরিয়েছেন।

ইশরাক হোসেন ঢাকার অবিভক্ত সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে।

ইশরাকের মা ইসমত হোসেন এবং কনের পিতা নুর মোহাম্মদ খান জানিয়েছেন, বাগদান অনুষ্ঠান সম্পূর্ণ পারিবারিকভাবে আয়োজন করা হয়েছে। দুই পরিবারই সবাইকে নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনার আহ্বান জানিয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে