ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Sharenews24

জাতীয় নির্বাচনে লড়বেন না জামায়াতের শীর্ষ ৫ নেতা

২০২৫ অক্টোবর ১১ ১১:১৯:৪০
জাতীয় নির্বাচনে লড়বেন না জামায়াতের শীর্ষ ৫ নেতা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াত-এ-ইসলামীর প্রস্তুতি, প্রার্থী তালিকা এবং নির্বাচনী কৌশল ।

জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি (proportional Representation), লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সহ পাঁচ দফা দাবিতে রাজপথে সরব বাংলাদেশ জামায়াত-এ-ইসলামী। অন্যদিকে, দলটি নির্বাচনের প্রাথমিক প্রার্থী চূড়ান্তের মাধ্যমে ভোটের লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছে।

কেন্দ্র থেকে সবুজ সংকেত পাওয়া দুই শতাধিক নেতা মাঠে কাজ করছেন এই শর্তে যে যেকোনো পরিস্থিতিতে প্রার্থী পরিবর্তন হতে পারে। তবে, প্রাথমিক প্রার্থী তালিকায় দলের শীর্ষ দায়িত্বশীল কয়েকজন নেতাকে রাখা হয়নি। দলীয় সূত্রমতে, কেন্দ্রীয় কমিটির একজন নায়েবে আমির, চারজন সহকারী সেক্রেটারি জেনারেলসহ মোট পাঁচজন শীর্ষ নেতা আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

নেতারা জানিয়েছেন, বৃহত্তর স্বার্থে দলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উল্লেখ করেছেন যে, একটি পরিবারে সবাই কাজ করে না, কেউ কাজ করে, কেউ সহযোগিতা করে, এবং কেউ পেছনে থেকে পরিচালনা করে। তিনি আরও যোগ করেন, সংগঠন সিদ্ধান্ত নিয়েই আমাকে সহ আরও কয়েকজনকে এই কাজের সাথে সম্পৃক্ত রেখেছে এবং আমরা ঘুরিয়ে ফিরে নির্বাচনেই আছি, নির্বাচনের বাইরে নই।

জামায়াত নেতারা আরও জানান যে, অসুস্থতাজনিত কারণে দলের নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম নির্বাচনে অংশ নিচ্ছেন না। ভোটের লড়াইয়ে না থাকা চার সহকারী সেক্রেটারি জেনারেলকে অবশ্য নির্বাচনকালীন নানা দায়িত্বে রাখা হয়েছে। তাদের ওপর জনসংযোগ, প্রশিক্ষণ, নির্বাচন পরিচালনা, গণমাধ্যম তত্ত্বাবধান, প্রচার ও প্রচারণা, আন্দোলন তত্ত্বাবধান, জোট গঠন প্রক্রিয়া তত্ত্বাবধান, আমির ও মজলিসে শুরা নির্বাচন এবং নির্বাচনের চূড়ান্ত প্রার্থী নির্ধারণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব রয়েছে। এমনকি জাতীয় নির্বাচনের আগে দলের নতুন আমির নির্বাচনের সাংগঠনিক দায়িত্বেও আছেন এই চারজনের কেউ কেউ।

নেতাদের দাবি, আগামী জাতীয় নির্বাচনে শতভাগ সফলতা লাভের লক্ষ্য অর্জনে ভোট অংশ না নেওয়া নেতারা কাজ করবেন। তারা বিশ্বাস করেন, নির্বাচন করা এবং নির্বাচন পরিচালনা বা তার ব্যবস্থাপনায় একদল লোককে গভীর মনোযোগের সাথে দিনরাত পরিশ্রম করতে হয়। এই সমস্ত বিষয় বিবেচনা করেই কিছু দায়িত্বশীলদেরকে নির্বাচনে মনে করা হচ্ছে যে এই কাজে তাদের প্রয়োজনটা বেশি।

আগামী জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত ২৯৪ আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। কেন্দ্রীয় দায়িত্বশীল শীর্ষ ১২ নেতার মধ্যে সাতজন জাতীয় নির্বাচনে অংশ নেবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে