ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Sharenews24

গুলশানে ডাক পেলেন পটুয়াখালী বিএনপির ৪ নেতা

২০২৫ অক্টোবর ১১ ১৩:৩৪:১৮
গুলশানে ডাক পেলেন পটুয়াখালী বিএনপির ৪ নেতা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-১ আসনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে থেকে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে বিএনপির গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে ৪ মনোনয়নপ্রত্যাশী নেতাকে।

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বাছাই কমিটির সামনে উপস্থিত হয়ে তাঁরা নিজেদের প্রার্থী হিসেবে উপস্থাপন করেন।

ডাক পাওয়া ৪ নেতা হলেন:

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি

জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন

জেলা বিএনপি সদস্য ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু

মনোনয়ন যাচাই-বাছাইয়ে উপস্থিত ছিলেন:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন

জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান

একই পদে দায়িত্বপ্রাপ্ত মাহাবুবুল হক নান্নু

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন কমিটির প্রশ্নের জবাবে বলেন,"তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা, হাজারো নেতাকর্মীর মিথ্যা মামলা মোকাবিলা, জামিনসহ আইনি সহায়তা এবং জনগণের দোরগোড়ায় বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার কাজ আমি বিগত ২০ বছর ধরে করে আসছি।"

তিনি আরও বলেন,“আমি নিজেও বহুবার রাজনৈতিক মামলায় জেল খেটেছি, হামলার শিকার হয়েছি। এমনকি আমার পরিবার পর্যন্ত নিরাপদ ছিল না। তবু কখনো দল বা নেতাকর্মীদের ছেড়ে যাইনি।”

মজিবুর রহমান বলেন,“বিএনপির ইতিহাসে এই প্রথম আমরা একেবারে গোপন ব্যালটে কাউন্সিল নির্বাচন করেছি, যা সরাসরি মিডিয়ায় সম্প্রচার হয়েছিল। সেই নির্বাচনে বিপুল ভোটে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই, যা তারেক রহমানের নজরে আসে।”

তিনি মনে করেন, এই গণতান্ত্রিক চর্চা বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়িয়েছে।

পটুয়াখালী, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছেন বলেও জানান তিনি। অসহায়-গরিব মানুষের পাশে দাঁড়ানো, সাহায্য-সহযোগিতা এবং জনসংযোগ কার্যক্রমে সবসময় সক্রিয় ছিলেন।

শেষে তিনি বলেন,“দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি পটুয়াখালী-১ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে সংসদে বিএনপির প্রতিনিধিত্ব করতে পারব—এই বিশ্বাস আমার আছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে