ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Sharenews24

এবার এনসিপিকে তারেক রহমানের নতুন প্রস্তাব

২০২৫ অক্টোবর ১১ ১১:১৫:১৩
এবার এনসিপিকে তারেক রহমানের নতুন প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তাপ ছড়িয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষিত হলেও এখনো শেষ হয়নি জোট গঠন নিয়ে হিসাব-নিকাশ। রাজনৈতিক দলগুলো নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা ও দরকষাকষিতে ব্যস্ত সময় পার করছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি ফিনান্সিয়াল টাইমস–এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “গণতন্ত্রকামী যেকোনো দলকে নিয়ে সরকার গঠনে বিএনপি প্রস্তুত।”

তিনি বলেন, গত বছর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দলও এই সম্ভাব্য জোটের অংশ হতে পারে। বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই বক্তব্য ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর সঙ্গে নির্বাচনী সমঝোতার সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

তবে জোট গঠন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, “ফ্যাসিবাদবিরোধী সব দলের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এনসিপির সঙ্গেও সংস্কার নিয়ে আলোচনা চলছে, তবে এখনো কোনো নির্বাচনী সমঝোতা হয়নি।”

এদিকে এনসিপির পক্ষেও দ্বিধা স্পষ্ট।তারা বলছে—জামায়াত ইসলামীর পক্ষ থেকে প্রত্যাশিত সংখ্যক আসন ছাড়ার এবং নির্বাচনে সর্বাত্মক সহায়তার আশ্বাস মিলেছে। তবে জামায়াতের সঙ্গে গেলে ‘ডানপন্থী’ ট্যাগ লেগে যাওয়ার শঙ্কা রয়েছে।

অপরদিকে বিএনপি এখনো আশানুরূপ আসন ছাড়তে প্রস্তুত নয়, ফলে নির্বাচনী সহায়তা পাওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

এনসিপির এক যুগ্ম আহ্বায়ক সমকালকে জানান, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এখনো সব দলের সঙ্গে আলোচনায় আছেন।

গত মাসে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তার বনশ্রীর বাসায় এনসিপিকে যুগপৎ আন্দোলনে যোগ দেওয়ার প্রস্তাব দিলেও, নাহিদ ইসলাম সেই প্রস্তাবে সাড়া না দিয়ে বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন।

এনসিপি জোটে যোগ দেবে কি না, তা নির্ভর করছে কতটি আসন তারা পাবে তার ওপর। দলটি জানিয়েছে, ৫০–৬০টি আসন বরাদ্দ পেলে তারা জোটে যাওয়ার সিদ্ধান্ত বিবেচনা করবে।

জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে যে, জোট গঠনের সমীকরণ শুধু আদর্শিক নয়— বরং আসন ভাগাভাগি ও কৌশলগত সমর্থনের ওপর নির্ভর করছে। বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে আলোচনার গতি বাড়লেও, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে এখনো কিছু সময় লাগতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে