ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশিদের জন্য চীনের ভিসায় বড় পরিবর্তন

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৭:২২:০৩
বাংলাদেশিদের জন্য চীনের ভিসায় বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ চীনা দূতাবাস বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা আবেদনপ্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য বিস্তারিত নির্দেশনা দিয়েছে, যাতে তারা সহজ, দক্ষ ও সঠিকভাবে ভিসা আবেদন সম্পন্ন করতে পারেন।

১. অনলাইন আবেদন প্রক্রিয়া

আবেদনকারীদের প্রথমে https://www.visaforchina.cn

ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফরম পূরণ করতে হবে।

নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

২. প্রাথমিক পর্যালোচনার ফলাফল

ফরম জমা দেওয়ার পর অনলাইনে প্রাথমিক পর্যালোচনা করা হবে।

ফলাফল তিন ধরনের হতে পারে:

‘সংশোধন প্রয়োজন’: ভুল সংশোধন করে আবার জমা দিতে হবে।

‘পরিপূরক নথি প্রয়োজন’: অতিরিক্ত কাগজপত্র দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

‘অনলাইন পর্যালোচনা সম্পন্ন’: মানে আবেদন প্রাথমিকভাবে অনুমোদিত।

৩. ভিডিও সাক্ষাৎকার

কিছু ক্ষেত্রে ভিডিও সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্য তারিখ নির্ধারণ করে দেওয়া হবে।

নির্ধারিত দিনে দূতাবাসে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হবে।

৪. পাসপোর্ট জমা ও বায়োমেট্রিক তথ্য

প্রাথমিক অনুমোদনের পর, আবেদনকারী বা প্রতিনিধি:

পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন।

আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দেওয়া লাগতে পারে (যদি প্রযোজ্য হয়)।

ভিসা ফি পরিশোধ করবেন।

এজন্য অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই।

৫. ফিঙ্গারপ্রিন্ট থেকে ছাড় প্রাপ্তির শর্ত

নিচের প্রার্থীরা আঙুলের ছাপ দেওয়া থেকে অব্যাহতি পাবেন:

১৪ বছরের কম বা ৭০ বছরের বেশি বয়সী,

গত ৫ বছরের মধ্যে একই পাসপোর্টে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন,

যারা ১০টি আঙুলের ছাপ দিতে অক্ষম,

যারা ৩১ ডিসেম্বর ২০২৫-এর আগে একক/ডাবল এন্ট্রির স্বল্পমেয়াদি ভিসা (১৮০ দিনের কম) এর জন্য আবেদন করেছেন।

তারা অন্য কাউকে দিয়ে কাগজপত্র জমা দিতে পারবেন।

৬. ভিসা সংগ্রহ ও প্রক্রিয়াকরণ সময়

আবেদনকারীরা পিকআপ ফরমে উল্লিখিত তারিখে ভিসা সংগ্রহ করতে পারবেন।

প্রক্রিয়াকরণ সময়:

অনলাইন আবেদন জমা দেওয়ার পর প্রাথমিক ফলাফল পাওয়া যায় ১ কার্যদিবসের মধ্যে।

পাসপোর্ট জমা দেওয়ার পর ভিসা পেতে সময় লাগে:

৪ কর্মদিবস (নিয়মিত প্রক্রিয়া)

৩ কর্মদিবস (জরুরি প্রক্রিয়া)

৭. এজেন্সির মাধ্যমে আবেদন

যারা এজেন্সির মাধ্যমে আবেদন করতে চান, তাদেরকে নির্ধারিত সময়সীমা সতর্কতার সঙ্গে মেনে চলার অনুরোধ করেছে দূতাবাস।

অন্যথায় ভ্রমণ পরিকল্পনায় বিলম্ব হতে পারে।

চীনের ভিসা আবেদনপ্রক্রিয়ায় এ নতুন নির্দেশনা বাংলাদেশের নাগরিকদের জন্য আরও সহজ ও নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে। যথাযথ নিয়ম না মেনে আবেদন করলে জটিলতা বা দেরি হতে পারে—তাই নির্দেশনাগুলো অনুসরণ করাই শ্রেয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে