ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

ডাক্তার পরিচয়ে বিয়ে করতে গিয়ে ধরা খেলেন দুধ ব্যবসায়ী

২০২৪ মে ০৫ ০৭:০৩:৪১
ডাক্তার পরিচয়ে বিয়ে করতে গিয়ে ধরা খেলেন দুধ ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক :ডাক্তার পরিচয়ে নার্সিং পড়ুয়া এক মেয়ের সঙ্গে প্রেম করে এক দুধ ব্যবসায়ী। সবকিছু ঠিকঠাক চলছিল। তাদের বিয়েও ঠিক হয়ে গেল।

তবে বিপত্তি বাধে বিয়ের আসরে, বিয়ের ঠিক আগ মুহূর্তে। তার এক আত্মীয়ের কথায় ধরা খেয়ে যান দুধ ব্যবসায়ী। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।

স্থানীয় সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, অভিযুক্ত বরের নাম বাপি চাঁদপরী। তিনি মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের বাসিন্দা। বছর তিনেক আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাঁকুড়ার জয়পুর ব্লকের বাঁকাটি গ্রামের যুবতীর সঙ্গে তার পরিচয় হয়। মেয়েটি নদিয়ার কল্যাণীতে নার্সিং প্রশিক্ষণ নিচ্ছে।

প্রেমের শুরুতে বাপি নিজেকে ডাক্তার পরিচয় দেন। তরুণী বাড়িতে সম্পর্কের কথা জানালে পরিবার বিয়েতে রাজি হয়। কিন্তু তারা কেউ বাপির বাড়িতে যাননি।

বিয়ের দিন হাজির হন বর। সবই চলছিল বাপির পরিকল্পনা অনুযায়ী। তবে তার সঙ্গে আসা এক আত্মীয় জানান, তিনি চিকিৎসক নন, দুধ ব্যবসায়ী। এই কথা শুনে কনের বাবা বিয়ে বন্ধ করে দেন।

বিয়ে বাড়িতে এই ঘটনায় শোরগোল পড়ে যায় গ্রামে। আটকে রাখা হয় বরকে। পরিস্থিতি বেগতিক দেখে বরকে রেখে পালিয়ে যায় বরযাত্রীরা। কনে পক্ষ খবর দেয় থানায়।

কনে পক্ষের অভিযোগের ভিত্তিতে বাপিকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (০৪ মে) বাপিকে মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতে রিমান্ডের নির্দেশ দেন।

শেয়ারনিউজ, ০৫ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে